• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

উত্তরায় গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০৫:১৭ পিএম
উত্তরায় গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ভেঙে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো থ ২২-৬০০৮) ওপর পড়ে শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডে উত্তরার জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহতরা হলেন হৃদয় ও রিয়া।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, খয়েরি রঙের প্রাইভেটকারের ওপর বিআরটি প্রকল্পের একটি গার্ডার ভেঙে পড়ে। ভারি গার্ডার মাঝ বরাবর পড়ায় প্রাইভেটকারটি একদম চ্যাপ্টা হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ এগিয়ে আসে। 

এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‌“ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেটকারের ওপরে পড়ে। প্রাইভেটকারের ভেতরে আরও কোনো যাত্রী রয়েছে কিনা, গার্ডারটি সরানোর পর জানানো সম্ভব হবে।”

উদ্ধার অভিযান চলমান রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে বলে জানান তিনি।

Link copied!