• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আজ চালু হচ্ছে দুই ও পাঁচ টাকার নতুন নোট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৮:১০ এএম
আজ চালু হচ্ছে দুই ও পাঁচ টাকার নতুন নোট

মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে চালু হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত দুই ও পাঁচ টাকার নতুন নোট। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায়, সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা নতুন মুদ্রিত নোট বাজারে ছাড়া হবে। সকালে প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন এই দুই নোট ইস্যু করা হবে। 

অর্থ বিভাগ আরও জানায়, দুই ও পাঁচ টাকা মূল্যমানের কারেন্সি নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন দুই টাকার নোটে অর্থসচিবের স্বাক্ষরটাই নতুন হবে। এ ছাড়া নতুন মুদ্রিত নোটের পাশাপাশি পুরোনো দুই ও ৫ পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যুগপৎ চালু থাকবে।

Link copied!