• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

টাকা তো জনগণের পকেট থেকেই যাচ্ছে: মামুনুর রশীদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৯:২৬ এএম
টাকা তো জনগণের পকেট থেকেই যাচ্ছে: মামুনুর রশীদ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ বলেছেন, ‘কোথাও কি টাকা ছাড়া কাজ হয়? মেম্বার-চেয়ারম্যানের নমিনেশন নিতে কত টাকা লাগে? তারা টাকা দিয়ে মনোনয়ন নেন, পরে সেই টাকা পাঁচ বছরে তোলার চেষ্টা করেন। ওই সময় জনগণের অবস্থাটা কী হয়! এ টাকাটা তো জনগণের পকেট থেকেই যাচ্ছে।’

 শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ‘জন শুনানি : জাতীয় উন্নয়ন ও স্থানীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে মামুনুর রশীদ এসব কথা বলেন।

 ‌মামুনুর রশীদ আরও বলেন, ‘সম্প্রতি জেলা প্রশাসন অফিসে ছোট একটা কাজের জন্য ফোন দেই। সেখান থেকে সরাসরি বললো, এই কাজের জন্য দুই হাজার টাকা লাগবে। কেন দুই হাজার টাকা লাগবে জানতে চাই। তারা আমাকে বলল, দুই হাজার টাকা না দিলে আপনার কাজ হবে না।’

জেলা প্রশাসকদের ক্ষমতার সমালোচনা করে মামুনুর রশীদ বলেন, ‍‍`জেলা প্রশাসকদের মনে হয় ব্রিটিশ আমলের রাজ প্রতিনিধি। তাদের কাছে অনেকে ক্ষমতা। এমপি, উপজেলা চেয়ারম্যান ও মেম্বার কারও কাছে কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা জেলা প্রশাসকদেরকেই দিয়ে রেখেছে।’

মামুনুর রশীদ আরও বলেন, ‘পরিবহন খাতে প্রতিদিন ভাড়া বাড়াচ্ছে, এ টাকাটা কে দিচ্ছে? জনগণ দিচ্ছে। কিন্তু পরিবহন সেক্টর তো সরকারের হাতে। সরকারে সাবেক মন্ত্রী, সংসদ সদস্যরাই তো এখানে নেতৃত্ব দিচ্ছে।’

দেশের উন্নয়নে সবার কাজ করার কথা জানিয়ে মামুনুর রশীদ বলেন, “রাষ্ট্রের সবাই উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে চায়। সেই সুযোগটা কি আমাদের আছে? সেই সুযোগ থাকলে দেশ অনেক এগিয়ে যেতো।”

Link copied!