রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদফতরে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।






























