• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১১:৩১ এএম
বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। সোমবার (১৪ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার।

সংস্থাটির পর্যবেক্ষণে ঢাকা শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর এসেছে ১৯৫। এই স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর।

এ তালিকায় ১৮৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা; ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় ভারতের রাজধানী নয়াদিল্লি। এরপর চতুর্থ স্থানে থাকা বসনিয়ার রাজধানী সারায়েভো এবং পঞ্চম স্থানে থাকা চীনের সেনইয়াং শহরের স্কোর ১৭০। ষষ্ঠ স্থানের ক্রোয়েশিয়ার জাগরেবের স্কোর ১৬৬। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের স্কোরও ১৬৬, তালিকায় অবস্থান ৭।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

ঢাকায় দূষণের মাত্রা আর ছয় পয়েন্ট বাড়লেই তা অতি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হবে। 

Link copied!