বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে যাত্রাবাড়ীর মাতুয়াইলে মাদ্রাসা বাজার রোডে এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম বলেন, “আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় থানা পুলিশ নিরাপত্তায় কাজ করেছে।”
এর আগে রাজধানীর শাহজাদপুর এলাকায় দুপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে।