• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আমানের আত্মসমর্পণ ঘিরে আদালতে বিএনপি-পুলিশ সংঘর্ষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ১২:৩৩ পিএম
আমানের আত্মসমর্পণ ঘিরে আদালতে বিএনপি-পুলিশ সংঘর্ষ

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আদালতে আত্মসমর্পণ ঘিরে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে দফায় দফায় ঢিল ছোঁড়ায় লাঠিচার্জ করে পুলিশ।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা জজ আদালতে প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার কথা বিএনপি নেতা আমানউল্লাহ আমানের।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন।

২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাইকোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন।

গত ৭ আগস্ট হাইকোর্ট দুর্নীতির মামলাটিতে আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।
 

Link copied!