• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি নেতা ইশরাকের ভাই কারাগারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৫:৫১ পিএম
বিএনপি নেতা ইশরাকের ভাই কারাগারে

রাজধানীর পল্টন থানার একটি নাশকতার মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন জহির হাসান, লিয়াকত আলী, মফিজুল, বাবুল পরামানিক ও আজিম উদ্দিন।

এর আগে রিমান্ড শেষে আসামিদের আদালতে নিয়ে আসেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত কুমার সাহা। এসময় তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আসামিদের পক্ষে নিহার হোসেন ফারুক জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ অক্টোবর দুপুরে ইশরাকের গুলশানের বাসা থেকে ইশরাফ ও রাজিবকে আটক করে পুলিশ। ওই দিনই আদালতে আনা হলে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ইশরাক ও ইশরাফ বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে।

Link copied!