• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

নতুন দলের নিবন্ধনের আবেদন ‘জামায়াত’ নেতাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৬:৪৭ পিএম
নতুন দলের নিবন্ধনের আবেদন ‘জামায়াত’ নেতাদের

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন রাজনৈতিক দল।

দলটির নেতারা বুধবার (২৬ অক্টোবর) বিকালে নির্বাচন কমিশনের গিয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন জমা দেন।

নির্বাচন কমিশনে (ইসি) দলের জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক স্বাক্ষরিত আবেদনপত্র জমা দেওয়া হয়।

তবে নতুন এই দলটির সঙ্গে নিবন্ধনহীন জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে বলে আলোচনা রয়েছে।

এনিয়ে ইসিতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন বিডিপির সভাপতি আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, এসব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, ইসিতে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ব্যক্তিবর্গের সমন্বয়ে দলটি গঠিত হয়েছে। মো. কাজী নিজামুল হক জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মপরিষদ সদস্য। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা বলেও তথ্য পাওয়া গেছে। আর দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ডেমরা থানা জামায়াতের আমির।

ডেমরা থানা জামায়াতের আমির ছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ডেমরা চিনিই না। আমরা সম্পূর্ণ নতুন একটা দল। জামায়াতের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নাই।

দলের চেয়ারম্যান বলেন, “অল্প কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্কে অনেক কথা শুরু হয়ে গেছে। আমরা প্রত্যাশা করিনি। খুব তাড়াতাড়ি বিস্তারিত জানাব।”

Link copied!