বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির তৃতীয় দিনেও রাজপথে সরব আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে টহল দেন কর্মীরা।
রাজধানীর প্রবেশপথে মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন বেশ কয়েকজন নেতা। মোটরসাইকেলের বহর নিয়ে এলাকায় মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। এ সময়ে তারা অবরোধবিরোধী স্লোগান দেন।
থানা ও ওয়ার্ড নেতাকর্মীরা জানান, কর্মসূচির নামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য আওয়ামী লীগের এই রাজপথে অবস্থান।
প্রতিরোধ গড়ে তুলে সরকার বিরোধীদের প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তারা। বলেন, নির্বাচন পর্যন্ত যেকোনো কর্মসূচিতে মাঠে থাকবে আওয়ামী লীগ।
এদিকে সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে বিএনপির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে সমাবেশ শেষ একটি মিছিল বের করা হয়।