• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

ডায়ালাইসিস চলাকালীন ঢামেক হাসপাতালের নতুন ভবনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৪:২৮ পিএম
ডায়ালাইসিস চলাকালীন ঢামেক হাসপাতালের নতুন ভবনে আগুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশপথের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারেন না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে নিচে নামেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট হাসপাতালে পৌঁছায়। পরে নতুন ভবনের চারতলায় কিডনি বিভাগের একটি এসির মেশিনে আগুন নির্বাপণ করা হয়।

শাহিন আলম আরও জানান, এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় আগুন এসির মেশিনে ছড়িয়ে পড়ে।

Link copied!