রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও ৩১০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময় কেউ মারা যায়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮৩ জন মারা গেছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯৭ এবং ঢাকার বাইরের ১১৩ জন। সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৫৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৭৯৪ ডেঙ্গুরোগী।
এর আগে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এটিই ছিল এ বছরের একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।






























