• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

কমবেশি বৃষ্টি ঝরবে সাত দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৮:৪২ পিএম
কমবেশি বৃষ্টি ঝরবে সাত দিন

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা দেখা যায়। বেলা ১১টা দিকে ঢাকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়।

রাজধানীর পাশাপাশি সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, খুলনা, খেপুপাড়া, মোংলা, সিলেট, ঝিনাইদহসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। আগামী এক সপ্তাহ কমবেশি এই বৃষ্টি থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানা যায়, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, অস্থায়ীভাবে দমকা হাওয়া বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ও ভারী বর্ষণ হতে পারে। 

Link copied!