• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

কথিত হিজরতে ১৯ জেলার ৩৮ তরুণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০১:৫১ পিএম
কথিত হিজরতে ১৯ জেলার ৩৮ তরুণ

দেশের বিভিন্ন উপজেলা থেকে নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া অথবা পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার নামের জঙ্গি কার্যক্রমে অংশ নেওয়ার জন্য ৫৫ জন বাড়ি ছেড়েছেন। নিরুদ্দেশ হওয়াদের মধ্যে ১৯ জেলার ৩৮ জনের নাম পরিচয় চিহ্নিত করেছে র‍্যাব।

কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়াদের অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহসহ বাড়ি ছেড়ে যাওয়া ৫ জনকে রোববার (৯ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে আটকের এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, অন্তত ৫৫ জন কথিত হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছেন। যাদের মধ্যে ৩৮ জন পার্বত্য চট্টগ্রাম দুর্গম এলাকায় অবস্থান করছেন। তাদের অনেককে স্বশস্ত্র প্রশিক্ষণ ও বোমা বিস্ফোরণের প্রশিক্ষণ নিয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন বলেন, গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে ৮ তরুণ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। গত ২৫ আগস্ট কুমিল্লার কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। ওই ঘটনায় র‌্যাব নিখোঁজদের উদ্ধারে ও জড়িতদের আটকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

খন্দকার আল মঈন জানান, দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ হওয়া তরুণদের বিষয় খোঁজ নিতে গিয়ে জানা গেছে-পরিবারের কাছে তাদের ‘কথিত হিজরত’ এর সঠিক তথ্য নেই। নিখোঁজ তরুণদের বেশ কয়েকজনের পরিবার বলছে, নিরুদ্দেশ হওয়া তরুণেরা বিদেশে অবস্থান করছে। কয়েকমাস পর যোগাযোগ করছে। এমনকি তারা অর্থ পাঠাচ্ছে। আবার অনেক পরিবার বলছে, তাদের সন্তান তাবলিগ জামাতে গেছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, র‍্যাবের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে নিরুদ্দেশ হওয়া ৫৫ জনের মধ্যে ৩৮ জন পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় অবস্থান করছে। তারা অস্ত্র পরিচালনাসহ বোমা বিস্ফোরণের প্রশিক্ষণ নিয়েছে। তবে তাদের নির্দিষ্ট স্থানের বিষয় এখনো নিশ্চিত হতে পারেনি র‍্যাব।

তদন্তকালে জানা যায়, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তারা ঘর ছেড়েছেন। ইতোমধ্যে ৬ সেপ্টেম্বর ঘর ছাড়ার প্রস্তুতিকালে ৪ জন তরুণকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয় র‌্যাব। গত ১ সেপ্টেম্বর কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ৮ তরুণের মধ্যে শারতাজ ইসলাম নিলয় (২২) নামের ব্যক্তি রাজধানীর কল্যাণপুরের নিজ বাড়িতে ফিরে আসেন।

নিলয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৬ অক্টোবর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অভিযান পরিচালনা করে জঙ্গি সংগঠনের দাওয়াত, তত্ত্বাবধানকারী, আশ্রয় প্রদান কার্যক্রমের সঙ্গে যুক্ত ৩ জন ও নিরুদ্দেশ ৪ তরুণসহ ৭ জনকে আটক করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে কুমিল্লার শাহ মো. হাবিবুল্লাহ ওরফে হাবিব (৩২) ও নেয়ামত উল্লাহ (৪৩), ঢাকার মোহাম্মদপুরের মো. হোসাইন (২২), ঢাকার সূত্রাপুরের রাকিব হাসনাত ওরফে নিলয় (২৮) এবং নোয়াখালীর সাইফুল ইসলাম ওরফে রনি ওরফে জায়দ চৌধুরীকে (১৯) আটক করে র‌্যাব। জব্দ করা হয় ৫টি উগ্রবাদী বই, প্রায় তিনশ লিফলেট এবং ৫টি ব্যাগ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!