• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

দালালি জাপার রাজনীতি নয়: জিএম কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৯:৫৮ পিএম
দালালি জাপার রাজনীতি নয়: জিএম কাদের

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি আরও বলেন, “মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। ইভিএম চাই না। রাজনী‌তি‌তে কারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কিন্তু জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না। দালালি জাপার রাজনীতি নয়।”

রোববার (৯ অক্টোবর) দ‌লের বনানী কার্যাল‌য়ে ময়মনসিংহ জেলা জাপার নেতাকর্মী‌দের স‌ঙ্গে মতাবি‌নিময় সভায় এসব কথা ব‌লেন জিএম কা‌দের।

জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ফখরুল ইমামের সভাপতিত্বে সভায় বি‌রোধীদলীয় উপ‌নেতা ব‌লেন, “বড় গাছের ছায়াতলে ছোট গাছ বেড়ে উঠতে পারে না। আবার বড় গাছের ছায়াতলে না থাকলে ঝড়-ঝঞ্জা আসে। তা মোকাবিলা করেই দাঁড়াতে হয়। কারো দালালি অথবা চাকর হয়ে রাজনীতি করলে সম্মান পাওয়া যায় না।”

জিএম কা‌দের নিজ দ‌লের নেতা‌দের উদ্দে‌শ্যে ব‌লেন, “দুর্ভাগ্য, আমাদের কেউ কেউ মনে করছেন, একটি দল নির্বাচনে কারচুপি করে জয়ী হয়ে শর্টকাট পদ্ধতিতে তাদের মন্ত্রী-এমপি বানা‌বেন। এরা জাতীয় পার্টির জন্য জীবাণু। তাদের জাতীয় পার্টি থেকে চলে যেতে হবে অথবা সংশোধন হতে হবে।”

রওশ‌ন এরশাদের একান্ত অনুগত হি‌সে‌বে প‌রি‌চিত ময়মন‌সিংহ-৫ আস‌নের সা‌বেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তিও জিএম কা‌দের‌কে সমর্থন ক‌রে বক্তব্য দেন।

সালাহউদ্দিন বলেন, “রওশন এরশাদের ভুল সিদ্ধান্তে জাতীয় পার্টি ধংস হয়ে যাবে, আমরা তা মেনে নেব না। ময়মসিংহে জাতীয় পার্টির ৯৯ দশমিক ৯৯ ভাগ নেতাকর্মী জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।”
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!