রাজধানীর যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৯:১৫ এএম
রাজধানীর যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শনিবার (১ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডা খিলবাড়িরটেক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!