‘ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে, বিএনপির হয়নি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০২:৫১ পিএম
‘ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে, বিএনপির হয়নি’

বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে, তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো অর্জন দেখতে না পাওয়ারই কথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি।”

শনিবার (১০ সেপ্টেম্বর) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ অভিযোগ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি দেখেন।”

ওবায়দুল কাদের বলেন, “দলটি দুই দেশের মধ্যে সংশয় ও অবিশ্বাসের দেয়াল গড়ে তুলেছে, ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প।”

প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে আবার দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকাই বিএনপির রাজনীতি বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনা সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে রচনা করেছেন উভয় দেশের মধ্যে সেতুবন্ধন দাবি করে সেতুমন্ত্রী বলেন, “তারই ধারাবাহিকতায় এবারের সফরও পারস্পরিক বন্ধুত্ব এবং উন্নয়নের পথরেখায় সম্ভাবনার নতুন আলো ছড়িয়েছে।”

বিএনপি মহাসচিবের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির বসবাস সন্ত্রাস আর ষড়যন্ত্রের সঙ্গে। বন্দুকের নলের মুখেই তো বিএনপির জন্ম।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আর ষড়যন্ত্র এই তিনটি নিয়েই বিএনপির রাজনীতি।”

বিএনপির টার্গেট লুটপাট আর দুর্নীতি উল্লেখ করে তিনি আরও বলেন, “এ দেশের রাজনীতিতে মামলা-হামলা-ষড়যন্ত্র আর সন্ত্রাস-নৈরাজ্যকে লালন করছে এবং এখনও করেই যাচ্ছে বিএনপি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!