রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ (৯ সেপ্টেম্বর) থেকে তিন দিন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে এক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান।
১৯৫২ সালে সিংহাসনে আরোহণের পর নানা ইতিহাসের সাক্ষী হয়েছেন দ্বিতীয় এলিজাবেথ। সকালে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাজপরিবারের সদস্যরা প্রাসাদে জড়ো হতে থাকেন। বিকেলে বার্ধক্যজনিত কারণে ৯৬ বছর বয়সে মারা যান এলিজাবেথ।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, রানি আজ বিকেলে বালমোরালে মারা গেছেন।
































