• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্র্যাক শিক্ষার্থীর আত্মহত্যা, বাবা গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০২:৪০ পিএম
ব্র্যাক শিক্ষার্থীর আত্মহত্যা, বাবা গ্রেপ্তার
নিহত সানজানা মোসাদ্দিকা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকাকে আত্মহত্যার প্ররোচনা মামলায় নিহতের বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার আল আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২০ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা।  ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইডাল নোট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। যেখানে মৃত্যুর জন্য নিজের বাবাকে দায়ী করেন সানজানা।

ওই ঘটনায় রাতেই নিহতের মা বাদী হয়ে মেয়েটির বাবার বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর তার বাবা ঢাকা থেকে পালিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আত্মগোপনে ছিলেন বলে জানান র‌্যাব কর্মকর্তা আল আমিন।

পুলিশ জানায়, সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার (রেন্ট-এ কার) ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো তার। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি-ও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ-ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!