বিএনপি-জামায়াত একই, কখনো আলাদা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেছেন, “বিএনপি-জামায়াতের জন্ম এক জায়গা থেকে। এই দুটি দল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের থেকে পরিচালিত হয়।”
সোমবার (২৯ আগস্ট) রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, “পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কাজ করেছে জিয়াউর রহমান৷ তার প্রমাণও তিনি রেখে গেছেন৷ কর্নেল ফারুক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগে তারা দফায় দফায় জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেছে।’”
তিনি বলেন, “হাওয়া ভবনে বসে ২১ আগস্ট হামলার পরিকল্পনা করেছিল তারেক রহমান। এখন সেই ইতিহাস উন্মোচন হয়ে গেছে।”
বিএনপি-জামায়াত তাদের প্রতিষ্ঠাকাল থেকেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চেয়েছিল উল্লেখ করে হানিফ বলেন, “তারা (বিএনপি-জামায়াত) আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিল। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, তারা এ বিষয় নিয়ে এখন মিথ্যাচার করে।”






























