• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘ভেন্টিলেটর ভেঙে’ থানা থেকে পালালেন আসামি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ১১:০৯ এএম
‘ভেন্টিলেটর ভেঙে’ থানা থেকে পালালেন আসামি

রাজধানীর গুলশান থানা থেকে খাদিজা আক্তার (২০) নামের এক আসামি পালিয়েছেন। শনিবার (২৭ আগস্ট) রাতে থানার বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান তিনি।

পুলিশ জানায়,খাদিজা গুলশান থানা এলাকার যে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন, সেখানেই চুরি করার অভিযোগে গ্রেপ্তার হন। 
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে গুলশান থানায় আনা হয় তাকে।

থানার এক পুলিশ কর্মকর্তা জানান, থানার আসার পর খাদিজা অসুস্থতার ভান করে বারবারই বাথরুমে যেতে চাচ্ছিলেন। অসুস্থতার কথা বলায় তাকে হাজতের বাইরে রাখা হয়। গভীর রাতে যখন সে বাথরুমে যেতে চান, তখন আসামিদের জন্য সংরক্ষিত বাথরুমটি খালি ছিল না। থানা চত্বরের আরেকটি বাথরুমে তাকে নিয়ে যান এক নারী কনস্টেবল।

কিন্তু বাথরুমে যাওয়ার পর নারী কনস্টেবল দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি বের হচ্ছিলেন না। এরপর পুলিশ তার সাড়া না পেয়ে বুঝতে পারে ভেতরে কেউ নেই। দরজা ভাঙা হলে তার পালিয়ে যাওয়ার বিষয়টি জানা যায়।

এদিকে থানা থেকে পালিয়ে যাওয়ায় খাদিজা আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফুল কুমার রায়। রোববার (২৮ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

Link copied!