• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণে কর্মপন্থা তৈরি হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৫:৫৬ পিএম
‘রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণে কর্মপন্থা তৈরি হচ্ছে’

রোহিঙ্গা ক্যাম্পে জন্মনিরোধকের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন একটি কর্মপন্থা তৈরি করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির পঞ্চম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নাফ নদীতে চলাচলকারী ট্রলারে করে মাদক আসছে। তা নিয়ন্ত্রণে ট্রলার নিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে।”

এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে রোহিঙ্গারা যাতে অপরাধ করতে না পারে সে পথ খোঁজা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের গলার কাঁটা হয়ে আছে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গারা।”

যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ রোহিঙ্গাদের নেওয়ার আগ্রহ দেখিয়েছে, তাদের অধিক সংখ্যক নেওয়ার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান খান।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “অনেক দেশই রোহিঙ্গাদের নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এসব প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা কতসংখ্যক রোহিঙ্গা নেবে, শর্ত কী থাকবে তা এখনো জানা যায়নি।”

আসাদুজ্জামান খান বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে বিনা কারণে রক্তপাত দেখছি। মাদকের আনাগোনাও দেখছি। মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ বিজিবিসহ যৌথ অভিযান চলবে।”

প্রয়োজনে অভিযানকালে সেনাবাহিনী সহযোগিতা করবে উল্লেখ করে তিনি আরও বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও সচিব, পুলিশের প্রতিনিধিরা।

Link copied!