ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১৬


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৮:৩৭ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১৬। সব মিলিয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭। একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

রোববার (১৪ আগস্ট) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার (১৩ আগস্ট) ৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১১৬ রোগীর মধ্যে ৭০ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ৩৮৭ রোগীর মধ্যে ৩১৪ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। আর ঢাকার বাইরে রয়েছেন ৭৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (১৪ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ১৪১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬১৮ জন।

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ৫৩৫ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালে ডেঙ্গু প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। ওই সময় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। করোনা মাহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!