‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০২:৪৫ পিএম
‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন’

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে জিএম কাদের বলেন, “অকটেনের দাম প্রতি লিটারে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা বাড়ানো হয়েছে। ৮৬ টাকা লিটারের পেট্রোল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ৮০ টাকার ডিজেল ও কেরোসিনের দাম ৪২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১১৪ টাকায়।”

তিনি আরও বলেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়ে যাবে পরিবহন ব্যয়। নিত্যপণ্যের দাম বেড়ে যাবে কয়েকগুণ। পাশাপাশি দেশীয় পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এতে রপ্তানি শিল্পে বিপর্যয় সৃষ্টি হবে। ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হবে দেশের অর্থনীতি। হাহাকার উঠবে মানুষের পরিবারে। তাই, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!