বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জড়ো হচ্ছেন হাজারো মানুষ। পরিস্থিতি এমন যে, নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়ে হাসপাতালের সামনে মূল সড়ক বারবার আটকে যাচ্ছে। ভিড় সরাতে পুলিশকে একাধিকবার হস্তক্ষেপ করতে হচ্ছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সামনে যেন রীতিমতো জনসমুদ্র। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি নানান বয়সী মানুষ শুধু উপস্থিতই নন—অনেকে আবার মোবাইল হাতে ফটোশুট, সেলফি, লাইভস্ট্রিম বা ছোট ভিডিও বানাতে ব্যস্ত। এভারকেয়ারের সাইনবোর্ডকে ব্যাকগ্রাউন্ড ধরে “আপডেট” দিতে দেখা গেছে অনেককেই।
এদিকে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে হাসপাতালের প্রধান ফটকে এসএসএফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা জুড়ে রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল।
বহিরাগত মানুষের ভিড় নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরাও। তাদের দাবি, প্রিয় নেত্রীর অবস্থার খবর নিতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই হাসপাতালে এসেছেন—কিন্তু অতি উৎসাহে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলায় তারা বিব্রত।
রাজধানীর বাড্ডা থেকে আসা সাইদুর রহমান নামের এক ব্যক্তি জানান, “ফেসবুকে এত খবর দেখে আর বসে থাকতে পারছিলাম না। তাই দেখতে আসা। জানি ভিড় করা ঠিক না, তবে মন টিকল না।”
পুলিশের দায়িত্বে থাকা এক সদস্য বলেন, “এভাবে ভিড় করলে অ্যাম্বুলেন্স যাতায়াত ব্যাহত হয়। মানুষকে বারবার অনুরোধ করছি সরে যেতে, কিন্তু অনেকেই শুধু ছবি তুলতেই আসে।”
হাসপাতাল কর্তৃপক্ষও উদ্বেগ জানিয়ে বলেছে, অতিরিক্ত ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ আর লাইভস্ট্রিম রোগীসেবা ব্যাহত করতে পারে। জরুরি চিকিৎসা ব্যবস্থায় যেন সমস্যা না হয়—এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সড়ক ও ফটকের সামনের এলাকা খালি রাখতে হচ্ছে বারবার।































