• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মুহম্মদ খসরু স্মরণ, স্মৃতিগদ্যের সংকলন প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১০:২২ এএম
মুহম্মদ খসরু স্মরণ, স্মৃতিগদ্যের সংকলন প্রকাশ
(ডান দিক থেকে বসা) মসিহউদ্দীন শাকের, মাহবুব আলম, কাইজার চৌধুরী ও  মঈনুদ্দিন খালেদ। ছবি: বিধান রিবেরু

বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের প্রতিভূ ও বাংলা ভাষায় চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ধ্রুপদি ও চলচ্চিত্রপত্রের সম্পাদক এবং আরও প্রকাশনা ও গ্রন্থপ্রণেতা, সম্পাদক মুহম্মদ খসরু স্মরণে এক সভার আয়োজন করা হয় রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে ‘আমাদের খসরু ভাই’ শীর্ষক ওই স্মরণসভায় একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে ছোটকাগজ ‘অনিন্দ্য’ ।

চলচ্চিত্রের এই কৃতীজনকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে বক্তব্য দেন মুহম্মদ খসরুর চলচ্চিত্র সংসদ সতীর্থ মসিহউদ্দীন শাকের, কাইজার চৌধুরী, মাহবুব আলম ও মঈনুদ্দিন খালেদ।

স্মৃতি-নির্ঘণ্টে মুহম্মদ খসরুর জন্ম থেকে প্রয়াণ অবধি নানা সময়ের নানা ঘটনা, কর্মকাণ্ড, অনস্বীকার্য অবদান নিয়ে দীর্ঘ কথকতার পর প্রদর্শিত হয় মুহম্মদ খসরুকে নিয়ে গাজী মাহতাব হোসেন নির্মিত একটা অনবদ্য তথ্যচিত্র। কাব্যময় এই স্মরণের পাশাপাশি স্মৃতিচারণাও করেন গাজী মাহতাব। সভাপর্বের শেষে বক্তব্য দেন ‘অনিন্দ্য’ সম্পাদক হাবিব ওয়াহিদ শিবলী। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন লুৎফুল হোসেন।

মুহম্মদ খসরু বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) নকশা কেন্দ্রে আলোকচিত্রী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ‘পাকিস্তান চলচ্চিত্র সংসদ’-এর প্রতিষ্ঠাতাদের মধ্যে মুহম্মদ খসরু অন্যতম। পরবর্তীকালে ১৯৬৮ সাল থেকে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘ধ্রুপদি’ সম্পাদনা করা শুরু করেন তিনি, পত্রিকাটির সর্বশেষ সংকলন প্রকাশিত হয় ২০০৬ সালে।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!