• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ভ্যাকসিন কার্ড জমা দিলেই উপহার পাবেন বই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৯:৪০ পিএম
ভ্যাকসিন কার্ড জমা দিলেই উপহার পাবেন বই

অমর একুশে বইমেলার ১৭তম দিন আজ। মেলায় সাধারণত উপন্যাস কবিতা, গল্প, শিশুদের বইয়ের স্টল দেখা যায়। আর এসব স্টলে থাকে বইপ্রেমীদের আনাগোনা। এইসব স্টলের পাশাপাশি মেলায় চোখে পড়ে ভিন্নধর্মী বেশকিছু বইয়ের স্টল। ওইসব স্টলগুলো বিশেষ করে সরকারি, বেসরকারি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের। 

বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর অমর একুশে বই মেলা প্রাঙ্গণের বাংলা একাডেমির অংশ ঘুরে এমন ভিন্ন ধর্মী বেশকিছু বইয়ের স্টল দেখা যায়। তার মধ্য রয়েছে বাংলাদেশ পুলিশের স্টল, বাংলাদেশ ডিজিটাল তথ্যকেন্দ্র, বিদ্যানন্দ ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক দলের স্টল।  প্রতিষ্ঠানগুলো বলছে মেলার আসার মূল কারণ নিজেদের ব্র্যান্ডিং ও সাধারণ মানুষদের কাছে তাদের কর্মকাণ্ড তুলে ধরা।

বাংলাদেশ ডিজিটাল তথ্যকেন্দ্রের দায়িত্বে থাকা জাহিদ বলেন, “আমরা মূলত মেলায় আসছি বাংলাদেশের ডিজিটাল সেবাগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা। সব সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল ওয়েবসাইট ও সরকারি বিভিন্ন সেবা নিয়ে সাধারণ মানুষকে জানানো ও সেবা কার্যক্রম তুলে ধরা।”

মেলায় অংশ নেওয়া সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সোহরাব হোসেন বিপ্লব বলেন, “সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য আমরা বইমেলায় নিয়ে আসছি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমাদের স্টলে ভ্যাকসিন কার্ড জমা দিলেই উপহার পাবেন একটি করে বই।”

তিনি আরও বলেন, “বিদ্যানন্দের নিজস্ব প্রকাশনা এবারের বইমেলায় নিয়ে এসেছে নতুন ৮টি বই। নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বই বিক্রির লভ্যাংশ ব্যয় হবে ‘১ টাকায় আহার’ কর্মসূচিতে।”
 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!