• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভালোবাসি ভালোবাসি


মিলু শামস
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০১:৪৭ পিএম
ভালোবাসি ভালোবাসি

মেঘলা বাতাস যেভাবে ছুঁয়ে যায়
জাহাজের মাস্তুল খালাসির শ্রমক্লান্ত
আঙুলের গাঁট বেয়ে
যেভাবে চাঁদ জেগে রয় মেঘের পলকা শরীরে ধূসর
ঘাস বনে লেগে থাকে দূর শৈশবের ঘ্রাণ
ঝড়ের রাতে বিজলি-বহ্নি ঝলসে ওঠে
পৃথিবীর আদিম বাতাসে, পথঘাট পিচ্ছিল
নিকটে অপেক্ষমান পোস্ট অফিসের
লাল ঘর, হরকরার অগ্নিলন্ঠন
স্তব্ধ দিনের আলোয়, নব নব বার্তায় চিঠির স্তূপ
এই সব, এই পৃথিবীর গান
যাপনের বিবর্তিত কৌশলে হেঁটে আসা বহু দূর
পথের ধারে জ্বলে ওঠা জীবনের নতুন সাইনবোর্ড—
তোমাকে কি বাজায় জীবন এসব উপাচারে?
সাজায় অনাবিল প্রাণরস
কাম প্রেম ভালোবাসা মাতাল করে কি আজও?
তবে এসো, দাঁড়াই এ বিহ্বল ভোরে
নতশিরে জানাই প্রণতি পৃথিবীকে এক সুরে
বলি গলা ছেড়ে, ভালোবাসি ভালোবাসি।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!