• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নন্টে-ফন্টের স্রষ্টা কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০২:০২ পিএম
নন্টে-ফন্টের স্রষ্টা কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যু

পশ্চিমবঙ্গের প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ৯৭ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার পর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। হিন্দুস্তান টাইমস জানায়, প্রায় এক মাস ধরেই বার্ধক্যজনিত রোগে হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান কার্টুনিস্ট।

‘হাঁদা ভোঁদা’,‘বাঁটুল.. দি গ্রেট’, নন্টে-ফন্টে'র মতো বেশ কিছু বিখ্যাত বাংলা কমিক্সের স্রষ্টা তিনি। ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিন দিন আগে তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে।

যদিও চিকিৎসকরা জানান, দুই দিন ধরেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না নারায়ণ দেবনাথ। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। রাজ্য সরকার তাঁর জন্য আলাদা মেডিকেল বোর্ড গঠন করলেও শেষ রক্ষা হয়নি।

১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। সাত দশকের বেশি সময় ধরে দেড় হাজারের বেশি গল্প ও কমিকস সৃষ্টি করেন।

১৯৬৫ সালে ‘শুকতারা’ পত্রিকায় আত্মপ্রকাশ করে তাঁর প্রথম কমিকস বাঁটুল। এরপর একে একে সৃষ্টি করেন বিখ্যাত সব কমিকস চরিত্র।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার লাভ করেন নারায়ণ দেবনাথ। ২০২১ সালে পান ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী। তাঁর সৃষ্ট বিখ্যাত সব চরিত্রের মাঝেই বাংলার শিশুসাহিত্যে অমর হয়ে থাকবেন তিনি।

Link copied!