• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
নতুন বই

কানে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে পার্থ সনজয়ের বই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০১:৪৬ পিএম
কানে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে পার্থ সনজয়ের বই

কান ডায়েরি, ওহ্ বাংলাদেশ! বইটি না ভ্রমণকাহিনি, না ঘটনাবলির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, না স্মৃতিচারণা, না বহু প্রতিবেদনের সংকলন। বরং বলা যায়, বিশ্ব চলচ্চিত্রের স্বপ্নের ঠিকানা কান চলচ্চিত্র উৎসবে ২০২১-এ বাংলাদেশের চলচ্চিত্রের অবিস্মরণীয় অর্জনের উপাখ্যান।

গল্পের ঢঙে, প্রাঞ্জল ভাষায় লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবি বইটিকে একঝলকেই দিয়েছে সজীব আবহ। টেলিভিশন সাংবাদিক পার্থ সনজয় কান চলচ্চিত্র উৎসব প্রথম কাভার করেন ২০১৭ সালে। উৎসবের ৭০তম আসরে। বলা যায়, দেশের টেলিভিশন মিডিয়াতে সেই প্রথম প্রত্যক্ষদর্শী সাংবাদিকের প্রথম প্রতিবেদন। এর পর থেকেই তিনি নিয়মিত এই রুপালি ফিতার উৎসবে যান।

কান ডায়েরি, ওহ্ বাংলাদেশ!- তার খেরোখাতায় টুকে রাখা ছোট-বড় সব ঘটনা আর আনন্দ-বেদনার ছবি। দিনে দিনে তিনি লিখেছেন, বর্ণিল রঙচটা নানা অভিজ্ঞতা আর প্রাপ্তি অপ্রাপ্তির কথা। বাদ দেননি কাজের আগেপরে ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখার গল্পগুলোও। সব সার্থক অনুষঙ্গ নিয়ে লেখার গাঁথুনি পাঠককে নির্ঘাত একনিশ্বাসেই বইটি পড়ে শেষ করার তাগাদা দেবে। কিন্তু দীর্ঘ সময় রয়ে যাবে অর্জনের উপলব্ধি আর ফরাসি ঘ্রাণ। শিল্পী সব্যসাচী হাজরার প্রচ্ছদে পার্থ তানভীর নভেদ্-এর সম্পাদনায় অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন।

Link copied!