• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

প্রকাশিত হয়েছে ‘এবং বই’-এর নতুন সংখ্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০২:১২ পিএম
প্রকাশিত হয়েছে ‘এবং বই’-এর নতুন সংখ্যা

বইবিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’-এর নতুন সংখ্যা  (৪র্থ বর্ষ, ৩য় সংখ্যা) প্রকাশিত হয়েছে। লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত পত্রিকাটিতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, আমার প্রিয় বই, বইকথন, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ। চিত্রকর টুটুল আহমেদের চিত্র অবলম্বনে এই সংখ্যার প্রচ্ছদ করেছেন রহিম রানা। এটি ‘এবং বই’-এর ১৩তম সংখ্যা।

চলতি সংখ্যা এবং বইতে লিখেছেন— কথাশিল্পী জয়া মিত্র, লেখক ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক আলতাফ পারভেজ, লেখক ও সাংবাদিক কাজল রশীদ শাহীন, কবি ও সাংবাদিক কাজী আলিম-উজ-জামান, কবি ও লেখক ফকির ইলিয়াস, কথাশিল্পী রুখসানা কাজল, লেখক ও সাংবাদিক আমীন আল রশীদ, লেখক ও গবেষক মু আ লতিফ, লেখক ও শিক্ষক তসলিম মুহম্মদ, কবি ও লেখক ইলিয়াস বাবর, লেখক মুহাম্মদ ফরিদ হাসান।

এ ছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধা ও প্রকাশক মজিবর রহমান খোকার দীর্ঘ সাক্ষাৎকার। আরও রয়েছে নতুন বইয়ের পরিচিতি ও সাহিত্য সংবাদ। ১২৮ পৃষ্ঠার পত্রিকাটির মূল্য ৫০ টাকা।

Link copied!