• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

শুরু হচ্ছে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’-এর ৫১তম আবর্তন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ১১:৩৪ এএম
শুরু হচ্ছে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’-এর ৫১তম আবর্তন

দেশের অন্যতম প্রধান আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’-এর ৫১তম আবর্তনের ভর্তি চলছে। চার মাসের সরাসরি কোর্সে প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি প্রশিক্ষণ দেওয়া হবে।

চার মাস মেয়াদি এই কোর্সের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ ২৬ আগস্ট ২০২২ পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: স্বরকল্পন আবৃত্তিচক্রের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বরাবরের মত এবারও স্বরকল্পনের এই আবর্তনে প্রশিক্ষক হিসেবে থাকবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রূপা চক্রবর্তী, মীর বরকত, গোলাম সারোয়ার, শিমুল মুস্তাফা, ইকবাল খোরশেদ, আহ্কাম উল্লাহ্, মাসকুর-এ-সাত্তার কল্লোল, কাজী মাহতাব সুমন, মাসুদুজ্জামান, ডা. সালাহ্উদ্দিন কাওসার, মজুমদার বিপ্লব,তামান্না তিথি, শহীদুল হক মিল্কী, আহমেদ শিপলু, ইফতেখায়রুল ইসলামসহ আরো অনেকে।

আরও পড়েন: ‘স্বরকল্পন আবৃত্তিচক্রের’ আবৃত্তিসন্ধ্যা

আবেদনপত্র সংগ্রহ করেতে যোগাযোগ করুন 
• শাহবাগের বাংলাদেশ টেনিস ফেডারেশনের ৬নং রুম। 
• টিএসসি সাংগঠনিক টেবিলে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত৷ 
• মেঘ, আজিজ সুপার মার্কেট ( নিচ তলা), শাহবাগ৷ 
• ইমেইল-  [email protected]. অনলাইলে মাধ্যমে। 
• ফোন নাম্বার ০১৭২২৭৬৮২৯১, ০১৬৩৯৪৭৪৪২৮।

স্বরকল্পনের প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ দেশের বিভিন্ন প্রচার ও গণমাধ্যমে দায়িত্বশীল পদে সম্পৃক্ত হয়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।
 

Link copied!