১৯৪৩ সালে হারিয়ে যাওয়া ১০ ক্যারেট সোনার একটি আংটি ৭৬ বছর পর খুঁজে পাওয়া গেছে। আংটিটি তার মালিকের কাছে বুঝিয়েও দেওয়া হয়েছে। খুঁজে পাওয়া ওই আংটির বিশেষত্ব হলো, এটি কলোরাডো স্কুল অফ মাইনসের স্মৃতিচিহ্ন বহন করে।
জিনিউজ প্রতিবেদনে জানান, ১৯৪৩ সালের হারিয়ে যাওয়া সোনার সেই আংটিটি খুঁজে পান যুক্তরাষ্ট্রের রাইখফিল্ডের বাসিন্দা কেলি স্টুয়ার্ট। তিনি মেটাল ডিটেক্টরের সাহায্যে একটি পরিত্যক্ত বাড়ির উঠানে আংটিটির খোঁজ পান।
কেলি স্টুয়ার্ট জানান, ২০১৯ সালে আংটিটি খুঁজে পাই। কিন্তু আংটি ফিরিয়ে দেওয়ার জন্য় মালিকের সন্ধান পাচ্ছিলেন না তিনি।
স্টুয়ার্ট বলেন, "আংটির গায়ে খোদাই করে ‘আর.ডব্লিউ.ডি’ লেখা ছিল। সেই লেখার সূত্র ধরেই ইন্টারনেটে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকেও খোঁজ করেছি। অবশেষে আংটির মালিক রিচার্ড ইউলিয়াম ডেনেককে খুঁজে পেয়েছি। মালিকের সঙ্গে যোগাযোগ করে আংটিটি ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া আংটি পেয়ে রিচার্ড অনেকটাই অভিভূত।"
আংটির মালিক ডেনেক বলেন, "১৯৪৩ সালে কয়েক দিনের জন্য রাইখফিল্ডে ছিলাম। ওই সময় আংটিটি হারিয়ে যায়। ‘কলোরাডো স্কুল অব মাইনসে’র ছাত্র ছিলাম আমি। আংটিটি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ‘ক্লাস রিং’ ছিল। আংটিটি পেয়ে পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। কেলি স্টুয়ার্টকে সত্যিই ধন্যবাদ জানাই।"