• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

৪ কোটির আংটি দিয়ে প্রেম নিবেদন! অতঃপর...


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৪:১৮ পিএম
৪ কোটির আংটি দিয়ে প্রেম নিবেদন! অতঃপর...

প্রেমের সম্পর্ক গভীর হতে প্রয়োজন বিশ্বাস আর ভরসার। এর মাঝেই ভালোবাসা প্রকাশের জন্য় উপহার আদান-প্রদান তো রয়েছেনই। কিন্তু দামী উপহারের পর যদি প্রিয়জনের প্রতি বিশ্বাস ভেঙে যায়, তবে মনও ভেঙে পড়ে। নিজেকে অসহায় মনে হয়, তাই না!

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ব্রিটিশ এক নাগরিকের সঙ্গে। ৬ মাসের ভালোবাসার সম্পর্ককে সবার সামনে প্রকাশ্যে এনে স্বীকৃতি দিতে চেয়েছিলেন তিনি। নিজের ভালোবাসার মানুষের জন্য প্রোপোজাল গিফট হিসেবে ৪ কোটি মূল্যের দামী রিংও অর্ডার করেছিলেন। কিন্তু তার পরই প্রিয়জনের সত্যতা সামনে এলো তার। 

মিররের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী মোস্ মেফেয়ার তার বান্ধবীর সঙ্গে ৬ মাস ধরে সম্পর্কে আবদ্ধ ছিলেন। বিয়ের জন্য প্রস্তুতও ছিলেন তিনি। গার্লফ্রেন্ডকে সুন্দর এবং দামী আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন। এরই মধ্যে প্রিয় বান্ধবীর সত্যতা জানতে পেরে কিছু না বলেই সম্পর্ক ছিন্ন করেন মোস্।

প্রতিবেদনে আরও জানায়, মোস্ মেফেয়ার ৫.৫ ক্যারেট প্ল্যাটিনাম রিং দিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছিলেন। এর ঠিক এক দিন আগে, তিনি ফোনে তার সঙ্গীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ-ইন করেন। এই সময় তিনি তার বান্ধবীকে একজন পুরুষের সঙ্গে মেসেজ করতে দেখেন। এই ঘটনায় প্রচণ্ড কষ্ট পান মোস্। মেসেজে ওই দুজনেই বাইরে দেখা করার কথা বলেছেন।

সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল, প্রেমিকা সেই অপরিচিত ব্যক্তিকে মেফেয়ারের 'প্রাক্তন' হওয়ার পরিচয় দিয়েছেন। অথচ তারা দুজনই সম্পর্কে ছিলেন। মেসেজ দেখেই মোসের চোখ খুলে যায়। ওই মেয়েটির সঙ্গে তিনি সব সম্পর্ক ছিন্ন করে দেন।

মেফেয়ার দাবি করেন যে, তিনি তার বান্ধবীদের জন্য বেশ মোটা আয়ের অংশ ব্যয় করতেন। তিনি ওই মেয়েটির জন্য ৪ কোটির একটি আংটি তৈরি করেছেন। এ ছাড়াও প্রতি মাসে তাকে মোটা টাকার কেনাকাটাও করে দিতেন এবং দামী উপহার দিতেন।

তিনি দাবি করেছেন যে, তার বান্ধবী ৬ মাসের সম্পর্কের মধ্যেই তাঁর প্রাক্তনের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। 

এখন ধীরে ধীরে বিষয়টি বিচ্ছেদের পর্যায়ে পৌঁছেছে। যদিও মেফেয়ার তার প্রেমিকাকে তার মেসেজ পড়ার কথা উল্লেখ করেননি। এমনকি তিনি আর প্রেমিকার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেননি।

চারপাশে মোসের মতো এমন ব্যক্তিকে দেখা যায় অহরহই। সম্পর্ক ভাঙনে যারা নিজেরা কষ্ট পান। এই ঘটনা থেকে এটাই প্রমাণ হয় যে, ভালোবাসায় দামি উপহার আর  টাকাতেই ভালোবাসা টিকে না। এর জন্য় প্রয়োজন বিশ্বাস আর ভরসার।

Link copied!