নারী-পুরুষ সবাই এখন সৌন্দর্য্য পিপাসু। ত্বককে সুন্দর রাখতে কতই না চেষ্টা। ফেসিয়াল, ব্লিচ করানো, ম্যাসাজ কত কিছুই করা হয়। ত্বকের সমস্যার অন্যতম একটি হচ্ছে ব্ল্যাকহেডস। নারী-পুরুষ উভয়েরই এই সমস্যা হয়। বিশেষ করে তৈলাক্ত ত্বকে এটি বেশি হয়। ত্বকের ছিদ্রগুলোতে মেকআপ, ময়লা এবং ব্যাকটেরিয়া আটকে যায়। বাতাসের সংস্পর্শে ধীরে ধীরে এগুলো কালো হয়। এটাই ব্ল্যাকহেডস।
মুখে ও নাকের চারপাশেই ব্ল্যাকহেডস বেশি হয়। ব্ল্যাকহেডস হলে মসৃন, সুন্দর মেকআপও করা যায় না। এই ব্ল্যাকহেডস দূর করা সহজ নয়। পার্লারে গিয়ে ফেসিয়াল করে ব্ল্যাকহেডস দূর করা যাবে। কিন্তু সবসময় পার্লারে যাওয়া সম্ভব নয়। তাই ঘরোয়াভাবেই এর প্রতিকার খুঁজতে হবে। ঘরে তৈরি মাস্ক ব্যবহার করে সহজেই ব্ল্যাকহেডস দূর করা যাবে। যা বানানো যাবে প্রাকৃতিক উপাদান দিয়েই।
প্রাকৃতিক উপাদানে ঘরেই কীভাবে সহজে ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়া যাবে তা জানাব আজকের আয়োজনে_
চিনির তৈরি স্ক্রাব
চিনি দিয়ে স্ক্রাব তৈরি করে নিন। ব্ল্যাকহেডস দূর করার কার্যকরী উপায় এটি। চিনি ও জোজোবা তেল দিয়ে স্ক্রাব তৈরি করুন। এই উপাদান দিয়ে ত্বকের মৃত কোষ দূর করা যাবে। এক কাপ সাদা চিনি ও তিন টেবিল চামচ জোজোবা তেল মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করুন। জোজোবা তেলের পরিবর্তে বাদাম তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। মিশ্রণটি নাকে লাগিয়ে এক বা দুই মিনিটের জন্য ম্যাসাজ করুন। ৪ থেকে ৫ মিনিটের জন্য রেখে দিন। শেষে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
দই-ওটসের স্ক্রাব
দুই টেবিল চামচ ওটস ও তিন টেবিল চামচ টক দই নিন। এতে অর্ধেক লেবুর রস দিন। ভালো করে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এটি নাকে লাগিয়ে এক মিনিট ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিটের জন্য স্ক্রাবটি রেখে দিন। শেষে হালকা গরম পানি দিয়ে পুরো মুখ ধুয়ে নিন। সপ্তাহে একবার স্ক্রাব করুন। ত্বকে ব্ল্যাকহেডস জমবে না।
বেন্টোনাইট ক্লে মাস্ক
তিন টেবিল চামচ বেন্টোনাইট ক্লের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল মেশান। এতে ল্যাভেন্ডার তেলও যোগ করে নিতে পারেন। মুখে পেস্টটি লাগান এবং প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে হালকা চেপে মুখ মুছে নিন।
দারুচিনি-মধুর মাস্ক
দারুচিনি ও মধু দিয়েও মাস্ক তৈরি করে নিতে পারবেন। তিন টেবিল চামচ মধু নিন। এর সঙ্গে এক টেবিল চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগান। ১০ মিনিটের জন্য রেখে দিন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।