• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
ভ্যালেন্টাইন ডে

বন্ধুত্ব, প্রেম নয় ভালোবাসা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০২:০৪ পিএম
বন্ধুত্ব, প্রেম নয় ভালোবাসা!

‘সেই ঘণ্টা তিনেক ধরে দাড়িয়ে আছি। রুদ্র তো এতটা দেরি করে না। ওর যা দানপিটে স্বভাব। পথে কোনো ঝামেলা বাধালো কিনা। চিন্তায় তো হাত পা ঠাণ্ডা হয়ে আসছে আমার। এদিকে অফিসের কাজটাও আজ দেরি হয়ে গেল। একসঙ্গে যাব বলে অপেক্ষাও করতে বললো। কিন্তু এখনো তো এলো না! খুব চিন্তা হচ্ছে। মনটা ঘাবড়াচ্ছে। ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কী যে করি!’-  টিএসসির দোয়েল চত্তর মোড়ে দাড়িয়ে বন্ধুর জন্য এভাবেই অপেক্ষায় ছিল স্নিগ্ধা।

রুদ্র আর স্নিগ্ধা, ছোটবেলার বন্ধুত্ব তাদের। বন্ধুত্বের চেয়েও বেশি বলা যায়। একসঙ্গে একই মহল্লায় বড় হওয়া, খেলার সঙ্গী তারা। এমনকি যত দুষ্ট কাজের সঙ্গ দিয়েছে একজন অন্যজনের। একে অপরকে বোঝার ক্ষমতাও চরম। মুখ দেখেই বলতে পারে কী চাই তাদের। মুখের ভাষা কেড়ে নিয়ে বলে দিবে মনের কথা। মন খারাপ হলে নিজেদের সঙ্গই বেশ উপভোগ করে। বলা যায়, একে অন্যকে খুশি করার মন্ত্র যেন তারা নিজেরাই জানে। এতো কিছুতে কখনও ঝগড়া হয়নি তা কিন্তু নয়। ঝগড়া, মান অভিমান সবই চলে তাদের। আবার সব ভুলে নিজেদের কাছেই ছুটে আসে। এটাই হয়তো প্রকৃত বন্ধুত্ব। এই অনুভূতিগুলোও ভালোবাসার। তবে এটাকে প্রেম মানতে নারাজ তারা। হয়তো প্রেমের সম্পর্কের উর্দ্ধে এই সম্পর্ক। প্রকৃত বন্ধুত্ব। ভালোবাসার বন্ধুত্ব। পবিত্র ভালোবাসার সম্পর্ক।

ভালোবাসা এমন এক অনূভুতি যা একে অন্যকে পরিপূর্ণ করে। বন্ধুত্বের ভালোবাসাও তেমনই এক অনুভূতি। বরং এটি তারও উর্দ্ধে। কারণ সব চাওয়া পাওয়ার উর্দ্ধে থাকে বন্ধুত্বের ভালোবাসা। থাকে না কোনো বাঁধন, কোনো জড়তা কিংবা কোনো প্রতিদান প্রাপ্তির আশা। কেবলই থাকে নিস্বার্থভাবে দিয়ে যাওয়া। বিপদে কিংবা সুখে পাশে থেকে সেই মুহূর্তকে উপভোগ করা।

বন্ধুত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক গল্প, আনন্দ, হৈ-হুল্লোড়, উচ্ছ্বাস,সাহায্য -সহযোগিতা, ভরসা, মায়া, আর একরাশ ভালোবাসা। বন্ধুর সঙ্গে ক্লাস শেষে বাড়ি ফেরা। কিছুটা সময় পরই আবারও বিকেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া কিংবা দিন শেষে ঘণ্টার পর ঘণ্টা ফোনে সবকিছু শেয়ার করা, কিছু প্রয়োজন হলেই ছুটে গিয়ে তার কাছ থেকে নিয়ে আসা কিংবা তাকে দেওয়া এমন অনেক মুহূর্তই রয়েছে মধুর বন্ধুত্বের। প্রেমিক-প্রেমিকার কাছেও মুহূর্তগুলো এমন হয় না। একটা জড়তা থাকে। কিছু করার আগে কিছু বলার আগে ঘাবড়ে উঠে বুক। কিন্তু বন্ধুকে সেই কথাগুলোই বলা যায় অনায়াসে, অকপটে। এটাই হয়তো বন্ধুত্বের ভালোবাসা।

বন্ধু হলো রংধনুর রঙগুলোর মতো, যারা সবসময় কোনো না কোনোভাবে জীবনটাকে রঙিন করে রাখে। বন্ধুত্ব বয়সের বাধন মানে না। সমবয়সীদের মধ্যেই কেবল বন্ধুত্ব হবে তা কিন্তু নয়। বোঝাপড়া মিলে যায় এমন যেকোনো বয়সীদের মধ্যেও হতে পারে বন্ধুত্ব। মনের মিল, মতের মিল, পছন্দের মিল, শ্রদ্ধা-ভালোবাসা সবমিলিয়েই হয় বন্ধুত্ব।

বন্ধুত্ব থেকে কেউ কেউ ভালোবাসার জীবনসঙ্গী বেছে নেয়। অনেকে আবার বন্ধুত্বের ভালোবাসাতেই সন্তুষ্ট। বন্ধুত্বকে প্রেমের নাম দিয়ে সম্পর্ককে ঘোলাটে করতে নারাজ তারা। তবে অনেকেই মনে করেন ভালো বন্ধু ভালো জীবনসঙ্গী হয়। অন্যদিকে অনেকের ভাবনা থাকে বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব, এটা প্রেম নয়। তবে তাই বলে বন্ধুত্বের প্রতি ভালোবাসারও কমতি নেই।

ভালোবাসা দিবসের রঙে তাই রাঙিয়ে বেড়ায় বন্ধুরাও। বাঁধন ছাড়া উল্লাস আর ভালোবাসার অন্য রূপ ফুটে উঠে তাদের হাসি-ঠাট্টা ও আড্ডায়।

Link copied!