• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পানিতে ভাসছে পৃথিবী!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৩:০৩ পিএম
পানিতে ভাসছে পৃথিবী!

ভাসমান পৃথিবী! পানির উপর ভেসে বেড়াচ্ছে। বিস্ময়কর এই চিত্র দেখে হতবাক দর্শনার্থীরা। চলমান পৃথিবী কীভাবে পানির উপর ভাসছে! এক মুহূর্তেই কৌতুহলী হয়ে উঠে মন। পরক্ষণেই নজরে আসে ভাসমান এই পৃথিবী একটি চিত্রকর্ম মাত্র। শিল্পীর তুলিতে যা জীবন্ত রূপ নিয়েছে। মুগ্ধ করেছে দর্শনার্থীদের।

চিত্রকর্মটি ব্রিটেনের এক প্রখ্যাত ভিস্যুয়াল আর্টিস্ট লিউক জেরামের আঁকা। তার তুলিতেই বিপুলাকায় 'নকল' পৃথিবীকে প্রাণবন্ত মনে হয়েছে। ১০ মিটার ব্যাসের এই বিপুলাকায় 'নকল' পৃথিবী উইগান অ্যান্ড লেইয়ের পানিতে ভাসছে।

নাসা-র নিজস্ব ছবি থেকে একটি ছবি নিয়েছেন শিল্পী জেরাম। সেই আদলে তৈরি করেছেন নকল এই পৃথিবী। ১৯ নভেম্বর থেকে তার এই চিত্রকর্মটি প্রদর্শিত হচ্ছে। পেনিংটন ফ্ল্যাশে ভাসমান এই নকল পৃথিবীটি অনেককেই আকর্ষণ করবে বলে অনুমান শিল্পীর।

শৈল্পিক এই অ্যাডভেঞ্চার প্রসঙ্গে শিল্পী বলেন, "চিত্রকর্মে একটা 'ওভারভিউ এফেক্ট' দিতে চেষ্টা করেছি। ১৯৮৭ সালে ফ্রাঙ্ক হোয়াইট এই টার্ম প্রথম ব্যবহার করেন। এবার এই শিল্পিত পৃথিবী করে মানুষকে পরিবেশরক্ষার বার্তা দিতে চেয়েছি।"

শিল্পী আরও বলেন, "পরিবেশ বিপন্ন হচ্ছে। এই চিত্রকর্মের মাধ্যমে সেই পরিচিত বিষয়গুলোকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।"

Link copied!