• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পাতলা ভ্রু নিয়ে উদ্বিগ্ন! ভ্রু ঘন করুন ঘরোয়া উপায়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ১১:১৫ এএম
পাতলা ভ্রু নিয়ে উদ্বিগ্ন! ভ্রু ঘন করুন ঘরোয়া উপায়ে

মুখের সৌন্দর্যের একটা অংশ চোখ। আর চোখের সৌন্দর্য অনেকটা নির্ভর করে সুন্দর ভ্রু-র ওপর। ঘন ভ্রু যুগল মুখের সৌন্দর্যকে বিশেষভাবে বাড়িয়ে তোলে। মোটা ভ্রু হলে থ্রেডিং করে পছন্দমতো আকার দেওয়া যায়। তবে ভ্রু পাতলা হলে পড়তে হয় মুশকিলে। অনেকের আবার ভ্রু কালো না হয়ে হালকা বাদামি রঙের হয়ে থাকে। আবার আনেকের চোখের পাপড়ি পাতলা হয়ে থাকে। এসব সমস্যা যেমন আছে, তেমরি এর সমাধানও আছে আমাদের কাছেই। বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিকভাবে পাতলা ভ্রু ও পাপড়ি ঘন করা সম্ভব

প্রথমে জানতে হবে এই সমস্যাগুলির কারণ কী-

  • অনেক সময় খুশকি বা ত্বকে ছত্রাকের সংক্রমণের কারণে পাপড়ি ও ভ্রু পড়ে যেতে শুরু করে।
  • খারাপ মানের প্রসাধনী ব্যবহার এবং প্রসাধনী ব্যবহারের পর ঠিকমতো পরিষ্কার না করলেও এমন হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
  • স্বাস্থ্য ভালো না থাকলে অর্থাৎ অভ্যন্তরীণ সুস্থতা না থাকলে বাহ্যিক রূপ কখনই সুন্দরভাবে ফুটে উঠবে না, তা ত্বকের ক্ষেত্রেই হোক কিংবা চুলে।

বিশেষজ্ঞদের মতে ক্যাস্টর অয়েল বা তিলের তেল তুলোয় ভিজিয়ে প্রতিদিন রাতে ঘুমনোর আগে ভ্রুতে আলতো করে লাগিয়ে দিন, সকালে উঠে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যে আপনি ভালো ফল লক্ষ্য করবেন। প্রাকৃতিকভাবে ভ্রু ঘন হয়ে উঠবে। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার, এ জন্য ধৈর্য ধরতে হবে।

এছাড়াও ভ্রু ও পাপড়ি ঘন দেখাতে যা যা করতে পারেন-

  • মেকআপের সময় ভ্রু ঘন দেখানোর জন্য কালো বা বাদামি আইব্রো পেনসিল, ব্ল্যাক ডাস্ট পাউডার ইত্যাদির ব্যবহার করে ভ্রু এঁকে মোটা ও ঘন দেখানো যায়।
  • ভ্রু আঁকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্রু-র শুরুতে হালকা করে, মাঝের অংশ একটু গাঢ় এবং একদম শেষের ধারটা পাতলা করে আনতে হবে। তা না হলে কৃত্রিম মনে হবে।
  • পাপড়ি ঘন দেখানোর জন্য মাসকারা তো সবসময় ব্যবহার করা যায়। কয়েকটা লেয়ার ব্যবহার করলে তা আরও ঘন দেখাবে। তবে প্রতিবার দেওয়ার পর পরবর্তী লেয়ার মাসকারা দেওয়ার জন্য আগেরটি শুকিয়ে নিতে হবে।
  • কৃত্রিম পাপড়িও ব্যবহার করা যেতে পারে। অল্প ঘন, বেশি ঘন বেশ কয়েক রকমের কৃত্রিম আইল্যাশ বা পাপড়ি বাজারে কিনতে পাওয়া যায়। বয়স ও পরিবেশ বুঝে তা ব্যবহার করতে পারেন।

তবে মনে রাখুন-

  • চোখে যেকোনও প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে তার মান এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া দরকার।
  • আই মেকআপ রিমুভার বা কোনও ভালো লোশন দিয়ে খুব ভালোমতো চোখের মেকআপ তুলে ফেলুন।
  • চোখের মেকআপ তোলার জন্য পরিষ্কার তুলো বা কাপড় ব্যবহার করবেন। এক্ষেত্রে টিস্যু এড়িয়ে যাওয়াই ভালো, পাতলা টিস্যু ভিজে চোখের ভেতর রিমুভার ঢুকে যাওয়ার ভয় থাকে কিংবা টিস্যুর অংশও ঢুকে যেতে পারে।
  • খুশকি হলে চুলকানো এবং চোখ জোরে জোরে ঘষাঘষি করবেন না।
  • নিয়মিত প্রোটিন এবং ভিটামিনসমৃদ্ধ খাবার খান।
Link copied!