চারকোল হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের ওপর দারুণ প্রভাব ফেলে। ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, চারকোল সব ধরনের ত্বকের জন্য উপযোগী। এই চারকোলকে ফেস মাস্ক হিসাবে কিংবা স্ক্রাবার অথবা ক্লিনজার হিসাবেও ব্যবহার করা যায়।
চারকোল মাস্ক ত্বকে থাকা ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া দূর করে। বাজারে চড়া দামে পাওয়া যায় এই মাস্ক। তবে খুব অল্প উপকরণ দিয়ে ঘরে বসেই আপনি বানিয়ে ফেলতে পারেন এই চারকোল মাস্ক।
চলুন প্রথমেই জেনে নেয়া যাক চারকোল মাস্ক আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সে সম্পর্কে-
- ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাবকে নিয়ন্ত্রণ করে চারকোল।
- ত্বক থেকে দূষিত পদার্থ, তেল ও মরা কোষকে অপসারণ করতে সহায়ক চারকোল ফেস মাস্ক।
- ব্রণ সমস্যা থেকে রেহাই দিতে সহায়ক এই চারকোল ফেস মাস্ক
- চারকোলের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
- আপনার ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করতে দারুণ কাজ করে চারকোল ফেস মাস্ক।
- ত্বককে এক্সফোলিয়েট করার জন্য স্ক্রাবার হিসাবেও ব্যবহার করতে পারেন চারকোলকে।
চলুন এবার জেনে নেয়া যাক কীভাবে বানাবেন চারকোল মাস্ক-
প্রথমেই একটি ছোট কাচের বাটিতে এক চা চামচ অ্যাকটিভেটেড চারকোল গুঁড়ো নিন। আজকাল অনলাইন শপেই কিনতে পাওয়া যায় এ গুঁড়ো।
এতে মেশান এক চা চামচ মুলতানি মাটি ও দুই চা চামচ পানি। এরপর আধা চা চামচ মধু দিন। সবশেষে এক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল দিন। ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেলো প্রাকৃতিক চারকোল মাস্ক।
মুখে লাগানোর পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।