• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গ্যাস লাইনের লিকেজ কীভাবে বুঝবেন, সাবধান হোন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৪:০২ পিএম
গ্যাস লাইনের লিকেজ কীভাবে বুঝবেন,  সাবধান হোন

রান্নাঘরে সবথেকে বেশি ব্যবহৃত হয় গ্যাসের চুলা। সারাদিনই রান্নাঘরে নানা কাজ থাকে। গ্যাসের চুলা এখন নিত্যসঙ্গী। সকাল থেকেই চুলায় কাজ শুরু হয়। রাত অবদি সেই চুলাতেই কাজ হয়। চুলা থেকে সাবধানেও থাকতে হয়। সিলিন্ডার গ্যাস হোক কিংবা লাইনের সাপ্লাই গ্যাস দুটোতেই সতর্ক থাকতে হয়। কারণ চুলায় গ্যাস লিক হলে বা কোনো সমস্যা থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এরজন্য় সুরক্ষা নিশ্চিতে গ্যাসের চুলার বিশেষ যত্ন প্রয়োজন। যত্ন নিলে চুলা দীর্ঘসময় ভালো থাকবে এবং সুরক্ষাও নিশ্চিত হবে।

সুরক্ষা নিশ্চিতে গ্যাসের লাইন ঠিক আছে কিনা এবং গ্যাসের চুলার সঠিক যত্ন হচ্ছে কিনা সেসব বিষয়ে খেয়াল রাখতে হবে।

  • চুলা দীর্ঘসময় ব্যবহারের পর এর চাবি ঢিলে হয়ে যায়। চুলার বার্নরও কাজ করে না। চুলার আচ কমে যায়। এজন্য় রান্নার পর সবসময় চুলা পরিস্কার করে নিবেন। তরল খাবার রান্নার সময় আচ কমিয়ে রাখবেন। যেন বার্নারে না পড়ে। প্রয়োজনে তরল খাবার রান্নার সময় সামনেই দাড়িয়ে থাকুন। তরল কিছু পড়লেও তা সঙ্গে সঙ্গে পরিস্কার করে নিন।
  • পাইপলাইনে যে গ্যাস সরবরাহ করা হয়, তা নাকে গেলে হালকা গন্ধ পাওয়া যায়। পাইপলাইন ছিদ্র থাকলে তা থেকে গন্ধ পাওয়া যাবে। গ্যাসের কোনো গন্ধ নাকে এলেই দ্রুত সারিয়ে নিতে হবে।
  • গ্যাস নানাভাবে বের হয়ে আসতে পারে। নিম্নমানের চুলা ও চুলায় ব্যবহৃত প্লাস্টিকের পাইপ থেকেও গ্যাস লিক হতে পারে। সেই অবস্থাতেও  বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যায়। এই গন্ধ তীব্র হয় না।
  • পাইপলাইন ছিদ্র হয়ে গ্যাস বের হলে সেখানে যদি পানি থাকে তাহলে বুদবুদ দেখা যায়। এভাবেও বোঝা যায় গ্যাস বাইরে চলে আসছে।
  • বড় আকারে গ্যাস বাইরে এলে শোঁ শোঁ শব্দ হয়। কিন্তু ছোট আকারে ছিদ্র হলে গ্যাস যে পরিমাণ বের হয়, তা অনেক সময় বোঝা কঠিন। তাই হালকা গন্ধ পেলেই সতর্ক হতে হবে।
  • খেয়াল রাখুন লাইটার দিয়ে গ্যাসের আভেন জ্বালানোর সময় ‘ক্লিক’ করে একটা শব্দ হয় কিনা। যদি কোনো শব্দ শোনা না যায়, কিন্তু গ্যাসের গন্ধ পান, তবে বুঝবেন চুলায় সমস্যা রয়েছে। এক্ষেত্রে গ্যাস বন্ধ করে বার্নারক্যাপ সরিয়ে ফেলুন। ভেতরের ময়লা পরিষ্কার করুন। এরপর গ্যাসের আভেন ব্যবহার করুন।
  • বার্নারে যদি আগুনের শিখা মৃদু জ্বলে তবে গ্যাস বন্ধ করে দিন। এবার গ্রেটস এবং বার্নার ক্যাপ সরিয়ে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। গ্যাসের চুলা বেকিং সোডা ও ভিনিগার দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। এতে চুলা ভালোভাবে পরিস্কার হয় এবং অনেক দিন টেকসই হয়।
Link copied!