ক্রিসমাস বা বড়দিনের উৎসব মানেই পার্টি। কেক, পিঠা, হরেক পদের মিষ্টিসহ নানা খাবারের আয়োজন থাকে সেই পার্টিতে। পার্টির প্রস্তুতিতে ঘর সাজানো, খাবারের আয়োজনের প্রস্তুতি তো প্রায়ই শেষ। এবার নিজেকে নিয়ে ভাবুন। ঘরে হোক কিংবা বাইরের পার্টিতে জমকালো লুক তো চাই। পোশাক কিনেছেন, সেই অনুযায়ী মেকআপে নিজেকে সাজিয়ে নিন। ভারী মেকআপ কিন্তু ন্যাচারাল লুক দিন। সাধারণত নায়িকারা মেকআপে এমন লুক নেন। এবারের ক্রিসমাসে আপনিও তেমনই মেকআপ লুক নিতে পারেন।
তারকাদের মতো ন্যুড মেকআপ লুক নিতে পারেন এই ক্রিসমাসে। আপনি যদি এই লুক নিতে চান তবে কীভাবে মেকআপ করবেন তা জেনে নিন ধাপে ধাপে।
মেকআপের আগেই পোশাক পরে নিন। সেক্ষেত্রে পোশাকের সঙ্গে ম্যাচিং মেকআপ করার কথা ভুলে যাবে না। যে কোনও ধরনের মেকআপ শুরুর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। এরপর ত্বকে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের ওপর প্রাইমার লাগিয়ে নিন। এতে ত্বকের ওপর মেকআপ ভালোভাবে বসবে এবং দীর্ঘসময় থাকবে।
ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন বাছুন। ন্যাচারাল লুকে স্কিন টোনের সঙ্গে ম্যাচ রাখুন। ভারী লুকে সাজতে স্কিন টোন থেকে এক শেড হালকা ফাউন্ডেশন বেছে নিতে পারেন। তবেই আপনার লুক আরও উজ্জ্বল হয়ে উঠবে। ফাউন্ডেশনটা হাতের আঙ্গুলে নিয়ে মুখের বিভিন্ন অংশে লাগিয়ে নিন। এবার ভালো করে ত্বকের ওপর মিশিয়ে নিবেন।
ফাউন্ডেশনের সঙ্গে কনসিলার ব্যবহার করুন। বাজারে বিভিন্ন ধরনের কনসিলার পাওয়া যায়। প্রতিটি ধরনেরই নিজস্ব বৈশিষ্ট্য ও কাজ রয়েছে। ত্বকে ব্রণের দাগ লুকানোর জন্য সবুজ রঙের কনসিলার ব্যবহার করুন। ডার্ক সার্কেলকে লুকানোর জন্য কমলা রঙের কনসিলার ব্যবহার করবেন। পিগমেনটেশনের সমস্যার জন্য স্কিন রঙের কনসিলার বেছে নিন। আপনার ত্বকে প্রয়োজন অনুযায়ী এই কনসিলার ব্যবহার করবেন।
ত্বককে সুন্দর দেখানোর জন্য ব্রঞ্জার ব্যবহার করুন। এটি আপনাকে পার্টি লুক দেবে। এগুলো লাগানোর পর ত্বকে সেট করুন। সেট করার জন্য় আপনি লুস পাউডার লাগিয়ে নিন। একাধিক ফাউন্ডেশন শেডের লুস পাউডার পাবেন। সেগুলো ব্যবহার করুন।
এবার মেকআপের গুরুত্বপূর্ণ অংশ চোখ সাজানো। চোখের আকর্ষণীয় সাজ আপনার সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে। পোশাকের সঙ্গে মিলিয়ে আইলাইনার, আইশ্যাডো ও মাস্কারা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।
ন্যাচারাল লুক দিতে চোখের জন্য ন্যুড শেডের আইশ্যাডো প্যালেট বেছে নিন। জমকালো পার্টি মেকআপে স্মোকি আই মেকআপ করতে পারেন। এক্ষেত্রে চোখ ডার্ক শেড ব্যবহার করুন। মনের মতো অ্যাইলুক দিন। আইশ্যাডোর প্রতিটি স্তর ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর চোখের ওপরে আইলাইনার দিয়ে নিন। চোখের সবশেষের সাজে পাতায় মাস্কারা লাগিয়ে নিন। লুক আরও সুন্দর হয়ে উঠবে।
চোখের মেকআপ সেট হলেই আইব্রো বা ভ্রু সেট করে নিন। আইব্রো পেনসিল বা আইব্রো পাউডার ব্যবহার করে ভ্রু সেট করে নিন। মেকআপের শেষ পর্যায়ে ঠোটে ন্যুড শেডের লিপস্টিক পরে নিন। শাড়ির সঙ্গে গাঢ় রঙের লিপস্টিকও লাগাতে পারেন। তবে ক্রিসমাস পার্টি মানেই লাল রঙের খেলা। তাই লাল পোশাকে লাল রঙের লিপস্টিকই হতে পারে পারফেক্ট লুক।
পার্টিতে উজ্জ্বল লুক পেতে হালকা করে হাইলাইটার ব্যবহার করুন। সবশেষে মেকআপ সেট করতে স্প্রে ব্যবহার করুন। স্থির হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। স্প্রে শুকিয়ে এলে মেকআপ পুরোপুরি সেট হয়ে যাবে। এবার আয়নায় নিজেকে দেখুন ক্রিসমাস পার্টির পারফেক্ট লুকে।