• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কনুই-হাঁটুর কালচে দাগ দূর হবে ৬ উপায়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০২:১৮ পিএম
কনুই-হাঁটুর কালচে দাগ দূর হবে ৬ উপায়ে

শরীরের অন্যান্য অংশের তুলনায় কনুই ও হাঁটু কালো থাকে। রূপচর্চায় ত্বক, চুল, হাত-পায়ের নখের যত্ন নেওয়া হলেও ওই দুই অংশে অবহেলা থেকেই যায়। যার ফলে কনুই ও হাঁটুর কালচে দাগের কারণে দেখতে খুব বাজে দেখায়। স্লিভলেস বা ছোট হাতার কোনো পোশাক পরলে এই দাগের কারণে অস্বস্তিতে পড়তে হয়। সাধারণত মৃত চামড়া কোষ একসঙ্গে জমা হলে, অতিরিক্ত ঘর্ষণের ফলে, সূর্যের রশ্মির কারণে কিংবা একজিমা বা ত্বক অতিরিক্ত শুষ্ক হলে কালচে দাগ পড়ে। তাই হাটু ও কনুইয়ের বিশেষ যত্ন প্রয়োজন। যা করা যাবে ঘরোয়া উপায়েই।

ঘরোয়া উপায়ে যেভাবে হাটু ও কনুইয়ের দাগ দূর করা যাবে তা জানুন এই আয়োজনে_

টকদই ও বেসন

এক চা চামচ টকদই ও এক চা চামচ বেসন একসঙ্গে মিশিয়ে নিন। এটি কনুই ও হাঁটুর কালচে অংশের ওপর লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। এটি কালো দাগ হালকা করার পাশাপাশি ত্বককে কোমল করবে।

অলিভ অয়েল ও চিনি

দুই টেবিল চামচ অলিভ অয়েল ও দুই টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। এটি স্ক্রাবের মতো হাঁটু এবং কনুইতে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। এটি মৃত কোষ দূর করবে।

হলুদ, দুধ ও মধু

এক চা চামচ হলুদের গুঁড়া, দুই টেবিল চামচ দুধ এবং এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এটি কনুই এবং হাঁটুতে  লাগিয়ে নিন। ২০ মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন।

গ্রিন টি ব্যাগ ও গরম পানি

এক কাপ গরম পানিতে একটি গ্রিন টি ব্যাগ দিয়ে গ্রিন টি তৈরি করে নিন। এবার একটি তুলোর বল এতে ভিজিয়ে কালো দাগের উপর ম্যাসাজ করুন। দিনে দুইবার এটি লাগিয়ে নিন।

লেবুর রস

লেবুর অর্ধেকটা কেটে এটি হাঁটু এবং কনুই এর কালোদাগের উপর ম্যাসাজ করুন। ১০ মিনিট রাখুন। এরপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার করুন।

অ্যাপেল সিডার ভিনেগার

দুই চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ও ১/২ কাপ পানি একসঙ্গে মিশিয়ে নিন। এটি তুলোর বলে ভিজিয়ে হাঁটু এবং কনুইয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

Link copied!