সম্প্রতি অনলাইনে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি তিন ধরণের অর্থ দাঁড় করাচ্ছে। ছবিতে কেউ দেখছেন একটি মাছ, কেউ দেখছেন মৎস্যকন্যা ও আবার কেউ দেখছেন গাধা।
তবে বলা হচ্ছে, “আপনি যদি ডানপন্থী মস্তিষ্কধারী হন, তাহলে আপনি দেখতে পাবেন মাছ। আর আপনি যদি বামপন্থী মস্তিষ্কধারী হন, তাহলে আপনি দেখতে পাবেন মৎস্যকন্যা।”
অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটি হাজার হাজার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। অনেক সেলেব্রিটিও ছবিটি শেয়ার করেছেন। বেশিরভাগ মানুষ বলছেন তারা মাছ ও মৎসকন্যা দেখতে পাচ্ছেন না। তারা কেবল একটি গাধা দেখতে পাচ্ছেন ছবিটিতে।
বিখ্যাত সিরিজ ‘হ্যারি পটারের’ লেখক জে কে রাউলিংও ছবিটি টুইটারে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখিছেন ‘এটি একটি গাধা’। তার এই পোস্টে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। ইংরেজি কৌতুক অভিনেতা ও লেখক ডেভিড বেড্ডিলও একই কথা বলছেন। তিনিও এই ছবিতে গাধা দেখতে পান।
কিন্তু ব্যতিক্রম বলছেন বিখ্যাত উপস্থাপক জোনাথন জস। তার মতে এটা সমুদ্রের ‘সীল ফিস’।
মূলত মানুষের মস্তিষ্ক দুইভাগে বিভক্ত; ডান ও বাম। বলা হয়ে থাকে, বামপন্থী মস্তিষ্কধারীরা যৌক্তিক ও বিশ্লেষণধর্মী চিন্তার অধিকারী হয়ে থাকেন। অন্যদিকে ডানপন্থী মস্তিষ্কধারীরা অনেক বেশি সৃজনশীল। যুগ যুগ ধরে এমনটা বিশ্বাস করে আসছে মানুষ।
কিন্তু হার্ভাড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ বিভাগের গবেষণা বলছে, মস্তিষ্কের ডান ও বাম এর এই বিভাজন কেবলই একটি ‘মিথ’।