• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

আজ নিজের নামের অর্থ জানার দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০২:২১ পিএম
আজ নিজের নামের অর্থ জানার দিন

৫ মার্চ, শনিবার। দিনটি খুব মজার। অনেকেই হয়তো জানেন না, আজ নিজের নামের অর্থ জানার দিন বা ‘লার্ন হোয়াট ইয়োর নেম মিনস ডে’। নিজের নামের অর্থ জানান কৌতুহল সবারই থাকে। আজকের দিনে সেই কৌতুহলের জায়গাটাই প্রসারিত হয়। নিজের নামের অর্থ বা অন্যের নামের অর্থ জানার জন্য় বিশেষ এই দিনটি পালিত হয়।

১৯৯৭ সালের কথা। জেরি হিল নামক একজন প্রচলন করেন ‘সেলিব্রেট ইয়োর নেম উইক’। এরই ধারাবাহিকতায় ৫ মার্চকে ‘লার্ন হোয়াট ইয়োর নেম মিনস ডে’ হিসাবে পালনের যাত্রা শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশ দিনটি উদযাপন করে। পরিবার বা বন্ধুদের সঙ্গে দিনটির মজার ভাবে উদযাপন করা যায়।

মজার এই দিনটি উদযাপন করতে পারেন আপনিও। যেমন_

  • আজকে বাবা-মা কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজের নামের এবং তাদের নামের ব্যাপারে কথা বলতে পারেন। যা কখনও জানা হয়নি তা আজকের দিনে জেনে নিতে পারেন।
  • সবাই কি নিজের নামের অর্থ জানে? আপনি কি জানেন নিজের নামের অর্থ। কারো তো একাধিক নাম থাকে। সব নামের অর্থ আজ জেনে নিতে পারেন।
  • আপনি যদি নিজের নামের অর্থ জানেন তবে সেই গল্পটা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। যেমন কে রেখেছিল আপনার সুন্দর নামটি। এর সুন্দর অর্থ কী। এসব গল্পই হোক আজকের আলোচনার বিষয়।
  • দিনটি বিশেষ করে নিতে আজকের দিনে উপহার পাঠাতে পারেন যিনি আপনার নাম রেখেছিলেন। সুন্দর নাম দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা যায় উপহারের মাধ্যমে।
  • আবার নিজের নামের সঙ্গে বন্ধুদের কারো নাম মিলে গেছে তার সঙ্গে দিনটি উপযাপন করতে পারেন। ছোট্ট কেক কেটে হতে পারে এই উদযাপন।
  • সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনটি উদযাপন করা যায়। নিজের নামের পেছনের গল্পটা আজকের দিনে শেয়ার করুন অনলাইন বন্ধুদের সঙ্গে। পুরো গল্পটাই লিখে ফেলুন নিজের স্টোরিতে। স্মরণীয় করে রাখুন দিনটিকে।
Link copied!