• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

বিয়ের আগে ছেলেরা যেভাবে গ্রুমিং করবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১০:৪২ পিএম
বিয়ের আগে ছেলেরা যেভাবে গ্রুমিং করবে

রূপচর্চায় এখন পিছিয়ে নেই ছেলেরাও। বিয়ের মৌসুম আসতেই ছেলেদের সেলুনে ভিড় জমে। ফেসিয়াল, থ্রেডিং, ভ্রু প্লাগ সবই এখন ছেলেরাও করে। বিশেষ করে বিয়ের বর যিনি, তার প্রস্তুতি থাকে আরও স্পেশাল। 

আগের দিনে মাথায় টোপর পরে, গায়ে সেরোয়ানি জড়িয়ে বিয়ের অনুষ্ঠানে যাত্রা করতো বর। বিয়ের গেটে রুমাল মুখে নিয়ে দাড়িয়ে থাকতো। কিন্তু এখন সময় বদলেছে। বরের লাজুক ভাব কাটিয়ে নেচে গেয়ে কনের দুয়ারে হাজির হয়। শুধু তাই নয়, এখন তো ফটোগ্রাফির ক্যামেরায় ভালো পোজ দিতেও শিখতে হয়। কনেকে নিয়ে ক্যামেরার সামনে দাড়িয়ে ভালোবাসার মুহূর্তগুলো ধরে রাখতেও জানতে হয় বরকে।

আধুনিক যুগের বিয়ের চিত্রটি এমনই। এই সময় মেয়েরা যেমন সাজসজ্জা আর পোশাক নিয়ে বিশেষ প্রস্তুতি নিতে থাকে। ছেলেরাও পোশাক আর সাজসজ্জা নিয়ে অনেক যত্নশীল ও রুচিশীল হন। 

বিয়ের আয়োজনে মেয়েদের মতো ছেলেদেরও তাই গ্রুমিং প্রয়োজন। কীভাবে বিশেষ দিনে নিজেকে আরও বিশেষ করে তোলা যাবে তার প্রস্তুতি আগ থেকেই নিতে হবে। চলুন জেনে নেই কীভাবে।

  • ছেলেদের ত্বকের রং বিশেষ গুরুত্বপূর্ণ নয়। বরং ত্বকের কোমলতা জরুরি। ত্বকের ধরণ ভালো হতে হবে। রূপচর্যায় আরও যত্নশীল হতে হবে। মেয়েদের প্রসাধানী থেকে অনেকটাই ভিন্ন থাকে ছেলেদেরটা। সেই অনুযায়ী কিনে ব্যবহার করতে হবে।
  • ঘরোয়া রূপচর্চাতেও মন দিতে হবে। প্রাকৃতিকভাবে ত্বকের পরিচর্যা করুন।ঘরোয়া প্রসাধনী বা উপকরণ দিয়ে মাস্ক লাগিয়ে নিন। নিয়মিত মুখ পরিষ্কার করুন।   
  • শীত কিংবা গরম নিয়মিত গোসল তো করতেই হবে। অধিকাংশ ছেলে অলসতার কারণে শীতের সময় গোসল না করেই থাকেন। বিয়ের আগে এমনটা করলে চলবে না। নিয়মিত গোসল করে মনও বেশ চনমনে থাকে। পিউরিফাইং বিড দেওয়া শাওয়ার জেল ত্বক হাইড্রেটেড রাখে এবং ত্বক পরিষ্কার রাখে। পুরুষালি গন্ধের শাওয়ার জেল ব্যবহার করুন। পিএইচ ব্যালেন্সডযুক্ত শাওয়ার জেলে চারকোল থাকলে দীর্ঘসময় সুগন্ধ ধরে রাখবে।
  • ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ ব্যবহার করা শুরু করুন। এটি ত্বকের ময়লা ও তেল দূর করবে। ত্বককে মসৃণ রাখবে। 
  • নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ত্বক দ্রুত শুষে নেয় এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বককে হাউড্রেটই করবে। কালো ছোপ দাগ দূর করবে। 
  • ছেলেদের প্রচুর ঘাম হয়। তাই বিয়ের আগে অবশ্যই দুর্গন্ধ দূর করার ব্যবস্থা নিতে হবে। ডিও রোল অন ব্যবহার করুন। অ্যান্টি-পার্সপিরেন্ট ফর্মুলার ডিও রোল অন শরীরের দুর্গন্ধ দূর করবে। 
  • বিয়েতে বরের ঠোঁট ফাটা দেখতে কার ভালো লাগবে। আগেই লিপ বাম ব্যবহার করুন। শিয়া বাটার এবং প্যানথেনল যুক্ত লিপ বাম লাগিয়ে নিতে পারেন। ঠোঁট ফাটা কমাবে।
  • অবাঞ্ছিত লোম লুকের বারোটা বাঁজাবে। নাকে কিংবা কানে পশম থাকলে তা ট্রিমার দিয়ে তুলে ফেলুন। আপনাকে আরও এট্রাকটিভ দেখাবে।
  • ছেলেদের চুল খুব দ্রুত বৃদ্ধি পায়। বিয়ের আগে চুল কেটে নিন। আপনার ব্যক্তিত্বের সঙ্গে লুকেও আলাদা ভাব নিয়ে আসবে।
  • মুখের দুর্গন্ধও আপনাকে বিব্রত করে তুলবে। নিয়মিত জিহ্বা পরিষ্কার রাখুন। দুই বেলা দাঁত ব্রাশ করতে ভুলবেন না। বিয়েতে যাওয়ার আগে আরও একবার ব্রাশ করে নিন। মুখের সামনে বাতাস বের করে চেক করে নিন দুর্গন্ধ আছে কিনা।
  • ক্যামেরার সামনে কীভাবে দাড়াবেন, কনের সঙ্গে কোন পোজে ছবি তুলবেন তাও একটু অনুশীলন করে নিতে পারেন। বন্ধুরা এক্ষেত্রে ভালো পরামর্শক হতে পারে। নিজেকে আয়নার সামনে দাড় করিয়ে এই প্রস্তুতিগুলো সেরে নিন।
Link copied!