• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

শীতে ফেসওয়াশ ব্যবহারের নিয়ম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৯:৩১ পিএম
শীতে ফেসওয়াশ ব্যবহারের নিয়ম

মুখ নিয়মিত পরিস্কার করতে হয়। মুখ পরিস্কারের জন্য ব্যবহার করা হয় ফেসওয়াশ। সারাবছরই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হয়। গরম কিংবা শীতে একই ফেসওয়াশ ব্যবহার করা যায় না।  শীতের সময় ত্বক আরও সেনসিটিভি থাকে। তাই এই সময় ফেসওয়াশ ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে তারা অবশ্যই শীতের এই সময় নিয়ম মেনে ত্বকে ফেসওয়াশ লাগাবেন। চলুন জেনে নেই সেই বিষয়গুলো।

  • ফেসওয়াশে কড়া উপাদান থাকলে তা ত্বকের ওপরের লেয়ারের পানি কমিয়ে দেয়। এমন ফেসওয়াশ ব্যবহারে ত্বকের নিচের কয়েকটা লেয়ার পর্যন্ত শুষ্ক করে ফেলে। এজন্য গরমে যেসব ফেসওয়াশ ত্বকের মসৃণতা বাড়িয়ে দেয়। শীতের সময় তা বিপরীত কাজ করে। 
  • শীতে জেল বেইজড কিছু ফেসওয়াশ ব্যবহার করুন। ট্রাইজেরা জেল নিউট্রেড নামের  ফেসওয়াশটি ত্বকের জন্য ভালো হতে পারে। এটি একটি নিউট্রিশন ফেসওয়াশ। ব্রণ থাকলে এই ফেসওয়াশটি বিশেষ কাজ দিবে।
  • যাদের ত্বকে ব্রণের সমস্যা নেই তারা সফট ফেসওয়াশ ব্যবহার করুন।  যেসব ফেসওয়াশে ইউরিয়া, গ্লিসারিন আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই ফেসওয়াশ সবধরণের ত্বকের জন্যই ভালো হবে।
  • শীতকালে সবচেয়ে ভালো ন্যাচারালভাবে ত্বককে পরিস্কার করে নেওয়া। মনে রাখবেন, বেশি গরম পানি  দিয়ে গোসল করবেন না। শরীর ভেজা থাকতেই তেল মেখে নিন।  হাইড্রেটিং লোশনও মাখতে পারেন। এটি ত্বকে পানির আদ্রতা ধরে রাখে।
Link copied!