• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৬ শাওয়াল ১৪৪৫

রান্নাঘরে সিঙ্কের নিচে যেসব রাখবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:৩৯ পিএম
রান্নাঘরে সিঙ্কের নিচে যেসব রাখবেন না

বাড়িতে সবচেয়ে বেশি কাজ হয় রান্নাঘরে। সারাক্ষণই কিছু না কিছু কাজে রান্নাঘরেই বেশি সময় পার করতে হয়। এই স্থানটা গুছিয়ে রাখলে কাজ  করতে যেমন সুবিধে হয়, তেমনি সময়ও বেঁচে যায়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকেও রক্ষা পাওয়া যায়।

ছোট রান্নাঘর হওয়ায় অনেকেই রান্নাঘরের সিঙ্কের নিচের বিভিন্ন জিনিস রাখেন। এতে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে। সিঙ্কের নিচে যতটা সম্ভব খালি রাখাই শ্রেয়। রান্নাঘরে সিঙ্কের নিচে কী কী জিনিস রাখা ঠিক নয়, তা জানাব এই আয়োজনে।

  • রান্নাঘরের সিঙ্কের নিচে ডাস্টবিন রাখবেন না। সিঙ্কে কাজ করার সময় পানি পরে ডাস্টবিনে থাকা ময়লা স্যাঁতেসেঁতে হয়ে যেতে পারে। এটি অন্য় স্থানে সরিয়ে রাখুন।
  • কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট রাখবেন না। যেমন ব্লিচ, ড্রেন ক্লিনারের মতো রাসায়নিক পণ্য। যা কোনভাবে পড়ে গেলে তা চারিদিকে ছড়িয়ে পড়বে। এগুলো অসাবধানতাবশত শিশু বা পোষা প্রাণীর মুখে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এসব পণ্য উঁচু স্থানে রাখুন।
  • রান্নাঘরের সিঙ্কের নিচে ড্রিলস, রেঞ্চ বা অন্যান্য সরঞ্জামগুলো না রাখাই ভালো। এগুলোতে পানি পড়ে নষ্ট হতে পারে। অন্য স্থানে সরিয়ে রাখুন।
  • আগুন লাগতে পারে এমন জিনিস রান্নাঘরের সিঙ্কের নিচে রাখবেন না। থিনার, পোলিশ, পেইন্ট, কেরোসিন কখনোই সিঙ্কের নিচে রাখা যাবে না। এতে আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়। এসব জিনিস নিরাপদ দূরত্বে রাখুন। রান্নাঘরের বাইরে অন্য কোথাও রাখাই ভালো হবে।
  • সিঙ্কের নিচে এমন জিনিস রাখুন, যা ঘন ঘন ব্যবহৃত হয়। ব্যবহার হচ্ছে না এমন জিনিস সিঙ্কের নিচ থেকে সরিয়ে রাখুন।
  • স্পঞ্জ, স্ক্রাবার, জঞ্জালের ব্যাগ, এক্সট্রা বাসন মাজার সাবান এসব রান্নাঘরের সিঙ্কের নিচে রাখবেন না।
Link copied!