• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

পাতলা হয়ে যাওয়া ভ্রু ঘন করবেন কীভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৩:৩৮ পিএম
পাতলা হয়ে যাওয়া ভ্রু ঘন করবেন কীভাবে

পেন্সিল দিয়ে নিয়মিত ভ্রু এঁকেও মনের মতো ঘনত্ব পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রু ঘন করার জন্য এত ঝামেলা করার প্রয়োজন নেই। ঘরোয়া কিছু টোটকাতেই কিন্তু ভুরুর লোম ঘন করে ফেলা সম্ভব। চলুন জেনে নিই ভ্রু ঘন করার কিছু উপায়—


নিয়মিত ভুরু তুলবেন না
ভ্রুর লোম ঘনঘন তোলা একেবারেই ঠিক না। একবার ভ্রু তোলার পর সবগুলো না গজানো পর্যন্ত ভুরু তুললে ত্বকেরও যেমন সমস্যা হয় তেমনি গোড়া দূর্বল হয়ে যায়। এত করে ভ্রু পাতলা হয়ে পড়ে।

মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন
অতিরিক্ত মানসিক চাপ থেকে যেমন চুল ঝরে পড়ে, তেমন চোখের পাতা, ভ্রুর লোমও ঝরে যেতে পারে। চাপ নিয়ন্ত্রণ করতে ধ্যান, যোগাসন করতে পারলে ফল মিলবে।

অত্যধিক প্রসাধনী ব্যবহার না করা
ভ্রু ঘন করতে রাসায়নিক দেওয়া প্রসাধনীর অতিরিক্ত ব্যবহারেও কিন্তু লোম ঝরে যেতে পারে। মুখ থেকে নির্গত সেবামের সঙ্গে রাসায়নিক মিশে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। ফলে অচিরেই লোম ঝরে পড়ে।

স্বাস্থ্যকর খাবার খাওয়া
শরীরে পর্যাপ্ত ভিটামিন এবং খনিজের অভাব হলেও কিন্তু লোম ঝরে পড়তে পারে। তাই টাটকা শাকসবজি, ফল, প্রোটিন রাখতে পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা।

নারকেল তেল, ক্যাস্টর অয়েল ব্যবহার করা

এক চামচ নারকেল তেলে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে নিয়মিত ভ্রুতে মালিশ করুন এই তেল।

Link copied!