• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ঘরেই বানিয়ে ফেলুন সানস্ক্রিন ক্রিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০১:০৫ পিএম
ঘরেই বানিয়ে ফেলুন সানস্ক্রিন ক্রিম

এই গরমে খালি ত্বকে বাইরে বের হওয়া মানেই অতি যত্নের ত্বককে এক নিমিষেই কয়লা বানিয়ে ফেলা। তবে সানস্ক্রিন মাখার কিছুক্ষণ পরেই মুখে কেমন যেন কালচে ছোপ পড়ে যায়। রাসায়নিক দেওয়া সানস্ক্রিন মেখে অনেকের মুখে আবার র‌্যাশও বেরোতে পারে। তাই বলে সানস্ক্রিন মাখা তো ছেড়ে দেওয়া যাবে না। সূর্যের অতিবেগনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে গেলে সানস্ক্রিনের কোনো বিকল্প নেই। তবে চাইলে আপনিও এই ক্রিম বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে জেনে নিই বাড়িতে সানস্ক্রিন তৈরি করতে কী কী লাগবে—

যা যা লাগবে

  • নারকেল তেল আধা কাপ
  • শিয়া বাটার আধা কাপ
  • জিঙ্ক অক্সাইড ২ টেবিল চামচ
  • মোম ১ টেবিল চামচ


যেভাবে বানাবেন
প্রথমে বড় একটি কাচের বাটিতে পানি নিয়ে তারমধ্যে ছোট বাটি বসিয়ে নিন। এবার বাটির মধ্যে নারকেল তেল, শিয়া বাটার এবং মোম গলিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণ একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দিন জিঙ্ক অক্সাইড। ভালো করে নাড়তে থাকুন। যতক্ষণ না পুরোপুরি মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যকিছু মেশানো যাবে না। চাইলে এরমধ্যে পছন্দের এসেনশিয়াল অয়েল দিতে পারেন কয়েক ফোঁটা। এবার এই মিশ্রণ পরিষ্কার কাচের শিশিতে ঢেলে রেখে দিন। তীব্র আলো আসে এমন জায়গায় না রাখলেই ভালো।

 

Link copied!