• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

কোনটি ভালো, যৌথ না একক পরিবার?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৫:১৯ পিএম
কোনটি ভালো, যৌথ না একক পরিবার?

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন দেখা গেছে পরিবারগুলোতেও। আগেকার দিনে মানুষ যৌথ পরিবারেই বসবাস করত। বাবা-মা, ভাই-বোন,দাদা-দাদি, চাচা-চাচি ও তাদের সন্তানরা মিলেই ধরা হতো একটি পরিবার। কিন্তু সময়ের দাবি হোক কিংবা নিজেদের প্রয়োজনে হোক সেই যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার ভেঙে এখন হয়ে গেছে একক পরিবার। চলুন আজ জেনে নেব যৌথ পরিবার ও একক পরিবারের কিছু বাস্তব চিত্র।

যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার 
যে পরিবারে স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, নাতি-নাতনির পাশাপাশি এক বা একাধিক ভাইবোন তাদের সন্তান-সন্ততি, আত্মীয়স্বজন নিয়ে একসঙ্গে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবারে থাকার অনেকগুলো সুবিধা আছে, যেগুলো একক পরিবারের সদস্যরা পান না। যেমন—

  • পরিবারে উপার্জনক্ষম সদস্যের সংখ্যা বেশি হওয়ার পারিবারিক আয় বেশি হয়। যৌথ পরিবারে সদস্য সংখ্যা বেশি হওয়ায় কারণে তুলনামূলকভাবে বেশি সামাজিক নিরাপত্তা ভোগ করেন।
  • পারিবারিক দায়দায়িত্ব সব সদস্যের মধ্যে ভাগ হয়ে যায় বলে তারা অবসর সময় বেশি পায়।
    যৌথ পরিবারে অর্থনৈতিক অগ্রগতি বেশি হয়।
  • ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হয়।
  • একসঙ্গে অনেকগুলো মানুষের ভালোবাসার বন্ধনে থাকা যায়।
  • যৌথ পরিবারে শিশুরা আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায় বলে মানসিক বিকাশ বেশি ঘটে।
  • পারিবারিক ব্যবস্থাপনার সমস্যা কম থাকে। যেকোনো সংকট বা বিপদে কাউকে না কাউকে পাশে পাওয়া যায়।
  • যৌথ পরিবারে বসবাসের যেমন অনেক সুবিধা আছে, তেমনি কিছু অসুবিধাও রয়েছে যেমন—
  • যৌথ পরিবারে কর্তাকেন্দ্রিক পরিবার চালিত হয় বলে মতানৈক্য হওয়ার সুযোগ বেশি থাকে। 
  • একসঙ্গে অনেকগুলো মানুষের বাস। অশান্তির সৃষ্টি তো হবেই। 
  • ঘরের এক বা দুজনের ওপর পুরো সংসারের খরচ এসে পড়ে।
  • ঘরের নারীদের কাজের ক্ষেত্র এক হওয়াতে, যেমন রান্নাঘর সেখানেও বাঁধে দ্বন্দ্ব।
  • শখ আহ্লাদ বা কোনো ইচ্ছা পূরণ করতে গেলেই সবার নজর এড়ানো যায় না।
  • সর্বোপরি নিজের প্রাইভেসি ধরে রাখা সবচেয়ে কঠিন হয়ে ওঠে।


একক পরিবারের সুবিধা-অসুবিধা

একুশ শতকে এসে আমরা সবাই বড় বড় পরিবার ভেঙে শুধু একক পরিবারে নিজেদের আবদ্ধ করে দিচ্ছি। আসলে এই আধুনিক যুগে এসে আমাদের চিন্তাচেতনার অন্যতম অংশ হলো যৌথ পরিবার থেকে বেরিয়ে কীভাবে একক পরিবারে নিজের অনুপ্রবেশ ঘটানো যায়।
তবে এই একক ফ্যামিলির যেমন সুবিধা আছে, তেমনি আবার কিছু অসুবিধাও কিন্তু আছে। চলুন জেনে নিই একক পরিবারের সুবিধা অসুবিধাগুলো কী কী—

একক পরিবারের সুবিধা

  • পরিবারের সদস্যদের, বিশেষ করে সন্তানদের উন্নত জীবন গঠনের সিদ্ধান্তে কোনো বাধা নেই।
  • পরিবারের সবার সিদ্ধান্ত নেওয়ার এবং বাস্তবায়ন করার স্বাধীনতা।
  • নিজেদের পার্সোনালিটি এবং প্রাইভেসি বজায়।
  • পরিবারের  ছোট সদস্যদের শিক্ষাব্যবস্থায় উন্নতির ছোঁয়া লাগে।
  • অর্থনৈতিক তুলনামূলক বেশি উন্নতি করার সুযোগ থাকে।
  • নিজের পছন্দমতো জীবনযাপন করা সম্ভব হয়। 
  • একক পরিবারের মেয়েদের জীবন তুলনামূলকভাবে অনেক উন্নত হয় তা ছাড়া একক
  • পরিবারে যেকোনো বিষয়ে মেয়েদের মতামতের অনেক গুরুত্বও থাকে।

অসুবিধাসমূহ

  • একক পরিবারের শিশুরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়।
  • একক পরিবারের বড় সমস্যা হলো একাকিত্ব অনুভব করা। পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ায় একক পরিবারের সন্তানগুলো সব সময় খুব অনিরাপত্তা ও একাকিত্বে ভোগে।
  • যৌথ পরিবারে একসঙ্গে অনেকগুলো সদস্যদের মাঝে ভালোবাসার যে বন্ধন থাকে, একক পরিবারে তার প্রচণ্ড অভাব থাকে। 
  • বিপদে-আপদে সবচেয়ে বেশি ঝামেলায় পরে একক পরিবারের সদস্যরা। প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার মতো পরিবারে কেউ থাকে না। এ জন্য হসপিটাল, বাসা, বাজার, রাস্তাঘাটে একক পরিবারের সদস্যদের অনেক বেশি ঝামেলা পোহাতে হয়।


কোনটা ভালো

যৌথ হোক বা একক সন্তানকে একটি সুস্থ জীবন দিতে হলে কিছু গুরুত্বপূর্ণ জিনিসের দিকে অবশ্যই লক্ষ রাখতে হবে। যেমন—

সন্তান একক কিংবা যৌথ যে পরিবারের সদস্য হোক না কেন, সে তার মা-বাবার কাছ থেকে সঠিক শিক্ষা পাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে। কখনোই সন্তানকে আত্মীয়দের সম্পর্কে খারাপ ধারণা দেওয়া যাবে না, বড় হয়ে নিজেই বুঝে নেবে সেটা। লক্ষ করুন, আপনার সন্তানটি পরিবারের আর দশটি মানুষের সঙ্গে মিশে যা শিখত, যতখানি হাসিখুশিভাবে বেড়ে উঠত, আপনি একা তা পারছেন কি না করতে।

পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এখনই যৌথ পরিবার থেকে বের হয়ে একক হবেন কি না। প্রয়োজনে সময় নিন। কারণ, পরিস্থিতির পরিবর্তন আসে, আমাদের সহনশীলতা, মোকাবিলা করার ক্ষমতা ও বুদ্ধির পরিপক্বতা সবকিছুই পরিবর্তিত হয়। এগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। আসলে যে মা-বাবা যৌথ পরিবারে ভালো ছিলেন না তিনি একক হওয়ার পর ভালো থাকবেন তা-ও একদম সঠিক করে বলা যায় না। 
তবে এককথায় বলা যাবে না যে একক পরিবার ভালো না যৌথ পরিবার। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ ও পরিবেশ অবশ্যই দরকার।

Link copied!